৩০ নভেম্বর মুক♍্তি পেল হত্যাপুরী ছবির ট্রেলার। এই ছবির হাত ধরেই দীর্ঘ ৬ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছে ফেলুদা। এবার ফেলুদা হিসেবে প্রথমবার থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। শুধু ফেলুদার চরিত্রে নতুন মুখ নয়, পাল্টে গিয়েছে জটায়ু, তোপসেও। ফলে একদম তিন নতুন মুখ দেখা যাবে এই জনপ্রিয় ত্রয়ীর চরিত্রে। এখন দর্শকদের তাঁদের রসায়ন কতটা মনে ধরে সেটাই দেখার। তবে এই ছবির পরিচালক সন্দীপ রায় কিন্তু আশাবাদী যে দর্শকদের মনে ধরবে ইন্দ্রনীল- আয়ুষ-অভিজিতের রসায়ন। জানালেন তাঁর কাছে ফেলুদার ছবি মানে কী।
যবে জানা গিয়েছিল যে এবার আবার একদম তিন নতুন মুখকে দেখা যাবে ফেলুদার ছবিতে তখন দর্𓆉শকরা তাঁদের নানান অভিমত জানিয়েছিলেন। কারও এই কাস্টিং পছন্দ হয়েছিল, কারও বা একদমই পছন্দ হয়নি। চলেছে নানা ব্যঙ্গ-বিদ্রুপ। কিন্তু যখনই টিজার প্রকাশ্যে আসে হত্যাপুরী তখন যেন দর্শকদের সেই মনোভাব অনেকটাই বদলে যায়।
ছবির বিষয়ে আরও ভালো আভাস দিতে এবার এসে গেল এই ছবির ট্রেলার।🧸 ৩০ নভেম্বর দক্ষিণ কলকꦑাতার একটি রেস্তরাঁয় লঞ্চ হল হত্যাপুরীর ট্রেলার।
ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যখন পরিচালক সন্দীপ রায়কে এই নতুন ত্রয়ীকে নিয়ে প্রশ্ন করা হয় তিনি জানান, 'ওরা তিনজন খুব মন দিয়ে কাজ করেছে। যা বলেছি বাধ্য ছেলের মতো করেছে। আমি ভীষণ খুশি ওদের 🐬কাজ দেখে, যা আশা করেছিলা൩ম ততটাই পেয়েছি। অনস্ক্রিনে ইন্দ্রনীল, আয়ুষ এবং অভিজিতের যে রসায়ন তৈরি হয়েছে সেটা দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি।'
এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে। সেই বিষয়ে তিনি বলেন, 'ফেলুদার ছবি মানেই পরাণ দা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তাঁকে যে চরিত্র দেওয়া হয়েছিল সেটা তিনি জান-প্রাণ দি🐠য়ে করেছেন।' ✨তাঁর কথায় উঠে আসে বোম্বাইয়ের বোম্বেটে ছবির কথাও। স্মৃতিচারণে তিনি সেই ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের কথা মনে করেন।
দর্শকদের ⛎মনে প্রথমে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল ছবির কাস্টিং নিয়ে সেই বিষয়ে সন্দীপ রায় বলেন, ' এই ফেলুদা অ্যান্ড কোম্পানি আমার তো দারুন লেগেছে। জমজমাট টিমের জমজমাট ছবি। আশা করি ফেলুদা ভক্তদের ভালো লাগবে। তাঁরা ভালোভাবেই গ্রহণ করবেন এই ছবি। টিজারের ফিডব্যাক তো ভালোই পেয়েছি, এখন দেখা যাক ট্রেলার দেখে কেমন প্রতিক্রিয়া আসে।'
আগামী মাসের ২৩ তারিখ বড়পর্দায় আসতে চলেছে হত্যাপুরী। পুরীতেই হবে এবার রহস্যের সমাধান। হত্যাপুরী ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শুভাশিস দে, সাহেব চট্টোপাধ্যায়, সন্দী🗹প চক্রবর্তী, দেবরাজ চট্টোপাধ্যায়, সোমশুভ্র মুখোপাধ্যায় প্রমুখকে। এই ছবির সিনেমাটোগ্রাফি করেছেন শশাঙ্ক পালিত, ক্রিয়েটিভ হেড ছিলেন অন্তরা মিত্র। শ্যাডো ফিল্মস এবং ঘোষাল এন্টারটেইমেন্ট যৌথভাবে হত্꧋যাপুরীর প্রযোজনা করেছে।