অভিনেত্রী হওয়ার পাশাপাশি নৃত্য শিল্পী হিসাবেও জনপ্রিয় হেমা মালিনী। অভিনয় দুনিয়া থেকে বহুদিন হল দূরেই রয়েছেন হেমা মালিনী। তবে নাচের সঙ্গে জুড়ে রয়েছেন নিয়মিত। দকꦐ্ষ ভারত নাট্যম শিল্পী তিনি। আর এবার নবরাত্রী উপল🌃ক্ষ্যে মা দুর্গার বেশে মথুরায় নব দুর্গোৎসবে নৃত্য নাট্য পরিবেশন করলেন হেমা।
নব দুর্গোৎসবের চতুর্থ দিনে হেমা মালিনী উত্ত▨রপ্রদেশের মথুরার মঞ্চে ২ ঘণ্টার নৃত্যনাট্য পরিবেশন করেন। যা দেখে উপস্থিত দর্🔥শকরা ছিলেন একপ্রকার মন্ত্রমুগ্ধ। নৃত্যনাট্যে তিনি মা দুর্গার বিভিন্ন রূপ মূর্ত করে তোলেন হেমা মালিনী। তাঁর অভিনয় নৃতশৈলীর প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।
ANI-উঠে আসা হেমার নাচের ভি🐻ডিয়োর শুরুতেই তাঁকে বাঘের পিঠে করে মঞ্চে ঢুকতে দেখা যায়। ২ ঘণ্টার এই নৃত্যনাট্যে অসুর বধ থেকে শুরু করে মা দুর্গার বিভিন্ন রূপ তুলে ধরতেও দেখা যায় হেমাকে।
তবে পারফরম্যান্সের পরে, হেমা আনন্দ প্রকাশ করে, ANI-কে জানান, ‘আমি আজ এখানে পারফর্ম করতে পেরে খুব খুশি। যে নবরাত্রির শুভমুহূর্তে নিজের নিজেরই থিয়েটার হল পাঞ্চজন্য-তে আমি এই অনুষ্ঠান করে📖ছি। আমি গর্বিত। আমি চাই মথুরাবাসী, আরও বেশি করে এই থিয়েটার হলটির ব্যবহার করুন। এখানে নাচ, গান, নাটক সবই হওয়া উচিত। আপনারাও এখানে শিল্পীদের ডাকুন, অনুষ্ঠান করুন। তবে শুধু নাচ-গানই নয়, অন্যান্য ভালো অনুষ্ঠানও এখানে করা যেতে পারে। আমি তো আপনাদের জন্যই এই থিয়েটার হল খুলেছি। তাই সুন্দরভাবে এর ব্যবহার করুন। আর মাঝেমধ্যে আমিও এখানে এসে অনুষ্ঠান করব।'
হেমা আরও বলেন, 'লোকসভার স্পিকার ওম বিড়লাও আজকের এই অনুষ্ঠানটি দেখতে এসেছিলেন এবং আমি এখানে যে কাজ করেছি তার জন্য তিনি আমার প্রশংসা করেছেন। আমি তো সংসদে ওনার সামনেই মথুরার সমস্যা তুলে ধরি। এমন নয় যে আমি এখানে এসে খা🌺লি নাচ, অনুষ্ঠান এসব করি। মথুরার এই যে ꩲউন্নয়ন হয়েছে, সবেতেই আমার ভূমিকা রয়েছে। আগামী ৫ বছরও আরও অনেক কাজ করব, যাতে মথুরাবাসী আমায় চিরকাল মনে রাখেন।’
নেটদুনিয়ায় উঠে আসা এই💛 ভিডিয়ো দেখে নেটিজেনরাও ৭৫ বছর বয়সে হেমা মালিনীর এমন নৃত্য পরিবেশনার প্রশংসায় পঞ্চমুখ। তবে এরই মাঝে কেউ কেউ মজা করে প্রশ্ন করেছেন ‘বাঘটা কি আসল নাকি?🌼’
প্রসঙ্গত, হেমা মালিনী মথুরার সাংসদ, BJP-র টিকিটে মথুরা থেকে তৃতীয়বারের জন্য জিতেꦕ হ্যাট্রিক করেছেন হেমা মালিনী।