আরজি কর কাণ্ডের বিচার এখনও হয়নি। তারই মাঝে এরাজ্যে একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা সামনে এসেছে। নিউটাউন, জয়নগর, পটাশপুরের পর এবার পার্কস্ট্রিট। আর পার্ক-স্ট্রিট 🌃থানায় মহিলা সিভিক ভলান্টিয়ার যৌন হেনস্থা অভিযোগ তুলেছেন তাঁরই থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। এমন ঘটনায় হতবাক অনেকেই।
আর এই ঘটনা ঘিরেই এবার ফেসবুকের পাতাꦡয় গর্জে উঠলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তীরা। যাঁরা কিনা আরজি করের ঘটনার পর শুরু থেকেই পথে নেমে প্রতিবাদ করে এসেছেন।
একের পর এক এধরনের ঘটনায় ক্ষুব্ধ সুদীপ্তা ফেসবুকে লিখেছেন, ‘পার্ক-স্ট্রিট থানার মহিলা সিভিক ভলান্টিয়ার যৌন হেনস্থা অভিযোগ জানিয়েছেন তাঁরই থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। কোচবিহারে মেখলিগঞ্জ ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা অভিযোগ জানিয়েছেন সেই স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এগুলো তো তবু জানা যাচ্ছে, কারণ রিপোর্ট হয়েছে। এই মহিলারা দ্বিধা দ্বন্দ্ব, লজ্জ্বা ভয় কাটিয়ে এগিয়ে এসেছেন তাই অভিযোগ ꦑনথিভুক্ত হয়েছে। বাকিগুলো? আরও বেশি হেনস্থার ভয়ে হাজার হাজার মহিলারা যেগুলো প্রকাশ্যে আনতেই চান না, সেগুলো? কর্মক্ষেত্রে মহিলাদ🎃ের যৌন হেনস্থা মহামারীর আকার নিচ্ছে ক্রমশ!!’
পটাশপুর. পার্কস্ট্রিট✃ের ঘটনা নিয়ে সরব হয়েছেন শ্রীলেখা মিত্রও। তিনিও রবিবার নিজের ফেসবুকের পাতায় লেখেন, ‘পটাশপু🦂র.…তারপর আবারো পার্ক স্ট্রিট ( remember) এবং আবার পুলিশ ....বিচার কার কাছে চাইবেন আদৌ উৎসবের মাঝে চাইবেন কিনা সেটাও ভাববার?’
এমনকি পটাশপুরে গ্রামবাসীদের ধর্ষককে পিটিয়ে মারার খবরে শ্রীলেখা লেখেন, ‘ধর্ষককে পিটিয়ে মারলো গ্রামবাসীর..,মডেল গ্রাম পটাশপুর। যেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ, তখন এভবেই অসুর নিধোন করতে হোক, দুগ্গไা দুগ্গা।’
আরজি করের নির্যাতিতা এখনও বিচার পাননি। তার উপর একেরপর এক এধরনের নৃশংস ঘটনার 𓆉খবরে বিধ্বস্ত শ্রীলেখা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি শুরু উৎসবেই নয়, পুজোতেও ফিরছেন না।
এরাজ্যের বর্তমান পরিস্থিতিতে শ্রীলেখা-সুদীপ্তারা অবশ্য শুরু থেকেই প্রতিবাদ করে এসেছেন। এমনকি রবিবার 🧜ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চেও পৌঁছে গিয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী। তবে সুদীপ্তা একা নন, তাঁর সঙ্গে ওখানে গিয়েছিলেন ঊষসী চক্রবর্তী, দেবলীনা দত্ত এবং অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্𒆙যায়। তাঁদের কথাতেই স্পষ্ট অনশনরত চিকিৎসকদের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা। এমনকি অনশনরত জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।