সমস্যা যেন হিরো আলমের পিছু ছাড়ছে না। তাঁর ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে নাকি, এদিন এমনটাই জানালেন বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার। আগেও তাঁর ফেসবুক পেজ হ্যাক করা হয়েছিল। আবারও সেই একই ঘটনা ঘটল এদিন। শনিবার রাতে এই ঘটনা ঘ🔜টেছে বলে জানা গিয়েছে। হ্যাকাররা নাকি হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করেছেন, এদিন নিজেই সেই কথা জা✅নান ইউটিউবার।
কী জানিয়েছেন তিনি গোটা বিষয়ে?
শনিবার রাত দুটো পঞ্চাশ মিনিটে হ্যাক করা হয় হিরো আলমের ভেরিফায়েড অফিসিয়াল পেজ। এমনটাই জানানো হয়♔েছে সেখানে। বাংলাদেশের এই বিখ্যাত ইউটিউবার তাঁর এই পেজে আরও জানিয়েছেন যে উগান্ডার সাইবার টিমের তরফে এই কাজ করা হয়েছে। তারাই হ্যাক করেছে হিরো আলমের পেজ। হ্যাক করে হিরো আলমের প্রোফাইল পিকচার বদলে দেয় হ্যাকাররা। সেখানে হিরো আলমের জায়গায় কাশ্মীরের সন্ত্রাসবাদী নেতা বুরহান ওয়ানির ছবির দেওয়া হয়।
আরও পড়ুন: নির্বাচনের কোপ ঋতুপর্ণ⭕া-প্রসেনজিতের ৫০ তম ছবিতে! পয়লা বৈশাখের বদলে কবে মুক্তি পেতে পারে ‘অযোগ্য’?
ফেসবুক পেজ হ্যাক হওয়ার পর তিনি কমপ্লেন করেছেন। বর্তমানে এই কেস্টি ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অল রশিদকেও জানানো হয়েছে। আপাতত হিরো আলমের এই ভেরিফায়েড পেজ যাতে ফিরে পাওয়া যায় সেটার চেষ্টাও করা হচ্ছে। এই বিষয়ে আলম জানিয়েছেন, 'আগেও আমার ফেসবুক 𒈔পেজ হ্যাক করা হয়েছিল। আসলে আমার উন্নতি দেখে মানুষের চোখ টাটায়। এই জন্য নানা ভাবে আমার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। ওরা জানে আমাকে মেরে ফেলা ছাড়া আমাকে দমিয়ে রাখা যাবে না।'
প্রসঙ্গত হিরো আলম এ🎃খন কলকাতায় দুটো ছবির শ্যুটিংয়ের এসেছেন। নী𒁏লে গেম এবং মিয়া ভাই ছবির শ্যুটিং করছেন সেখানে।