বাংলা বিনোদন জগতের তা🍎ঁরা দুজনেই দুই উজ্জ্বল তারকা। একজন তো আবার স্বয়ং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথাই বলছি। তাঁরা একসঙ্গে একত্রে বহু ছবিতে কাজ করেছেন। এবার আসছে তাঁদের জুটির ৫০ তম ছবি। ২০২৪ সালের শুরুতেই এই ছবির ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শ্যুটিং। কিন্তু নির্বাচনের জন্য পিছিয়ে গেল মুক্তির দিন।
পিছিয়ে গেল অযোগ্য ছবির মুক্তির দিন
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত এবং তাঁদের জুটির ৫০ তম ছবি অযোগ্যর পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এই ছবিটির পয়লা বৈশাখ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন💝্তু নির্বাচনের জন্য আপাতত সেটা হচ্ছে না। বরং পিছিয়ে গেল অযোগ্য ছবির মুক্তির দিন।
লোকসভা নির্বাচনের প্রভাব ❀বহু ছবির উপরেই পড়েছে। ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে উইন্ডোজ প্রোডাকশনের আমার বস, জিতের বুমেরাং ছবির মুক্তির দিন। এবার সেই দলেই নাম লেখা অযোগ্য।
জানা গিয়েছে পয়লা বৈশাখের বদলে অযোগ্য আগামী ৭ জুন মুক্তি পাবে। বাংলায় সম্পূর্ণ ভাবে ভোট পর্ব মেটার পর বড় পর্দায় আসবে এই ছবিটি। এমনটাই টলি বাংলা বক্স অফিসের একটি রিপোর্টে জানানো হয়েছে। যদিও ছবির নির্মাতা এবং প্রযোজকদের তরফে এখনও এই কথা আনুষ💎্ঠানিক ভা🦋বে ঘোষণা করা হয়নি।
তবে অযোগ্য ꦏছবিটির পরিবেশক বাবলু দামানি জানিয়েছেন, '৭ জুন সিনেমাটি মুক্তি পাবে। অন্য কোনও বড় ছবির সঙ্গে ক্ল্যাশ করলেও কোনও অসুবিধা হবে না। আগেও বহুবার এমন ক্ল্যাশ হয়েছে।'
আরও পড়ুন: 'আমার মতো ভুল...' নেশায় বু𝓀ঁদ হয়ে শেষ হয়েছে কেরিয়ার, ভক্তদের কীসে🦩র থেকে সাবধান করলেন হানি সিং?
অযোগ্য প্রসঙ্গে
অযোগ্য ছবিটির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অভিনয়ে আছেন প্রসেন﷽জিৎ চট্টোপাধ🔯্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিটির প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।