প্রথমবার জুটিতে শ্বেতা ভট্টাচার্য ও হানি বাফনা। জি বাংলার পর্দায় ‘সোহাগ জল’ নিয়ে হাজির হচ্ছেন দুজনে। সিরিয়ালের প্রথম প্রোমো নজর কেড়েছে সকলের। প্রোমো সামনে আসবার পর থেকেই সবার মনে প্রশ্ন ছিল কোন স্লটে আসবে এই ধারাবাহিক? ‘নিম ফুলের মধু’র মতোই এই ধারাবাহিককেও প্রাইম স্লটেই দেবে চ্যালেন কর্তৃপক্ষ তেমনটা তো শুরু থেকেই পরিষ্কার ছিল। জল্পনা সত্যি করে সোমবার ‘সোহাগ জল’-এর সম্প্রচার🐲 সময় সামনে এল।
আগামী ২৮শে নভেম্বর থেকে রাত ৯টায় সম্প্রচারিত হবে ‘সোহাগ জল’। হ্যাঁ, ‘এই পথ যদি না শেষ’ ধারাবাহিক ফের একবার স্লটহারা। মাস কয়েক আগেই উর্মি-সাত্যকিকে রাত ৯টা-র স্লটে দেওয়𝕴া হয়েছিল। কিন্তু প্রতিদ্বন্দ্ꩵবী চ্যানেলের ‘এক্কা দোক্কা’র সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে পারেনি এই ‘ক্রেজি আইডিয়াজ’ প্রোডাকশনের এই ধারাবাহিক। অগত্যা নতুন সিরিয়ালের আগমনে চরম সর্বনাশ হয়ে গেল ‘এই পথ যদি না শেষ হয়’-এর।
গত কয়েকদিন ধরেই টেলিপাড়ায় জোর গুঞ্জন শেষর পথে ‘এই পথ যদি না শেষ হ꧋য়’। বছর শেষের আগেই উর্মি-সাত্যকির পথ চলা শেষ হবে এমনটাই গুঞ্জন টেলিপাড়ায়। যদিও এই নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। মাসখানেকের জন্য রাতের স্লটে পাঠানো হতে পারে ‘এই পথ যদি না শেষ হয়’কে তেমনটাই শোনা যাচ্ছে।
দূরে গিয়েও কাছে আসার গল্প সুশান্ত দাসের প্রযোজনা সংস্থার নয়া ধারাবাহিক ‘সোহাগ জল’। প্রেম বা বিয়ে নয়, বরং শুভ্র আর জয়ীর বিয়ে ভাঙা দিয়ে শুরু এই গল্প। নিজের হাতে সাজানো সংসার ছেড়ে চলে যাচ্ছে শুভ্রর স্ত্রী। যেতে চায় না জয়ী, তবুও চলে যেতে হচ্ছে থাকে। কেমনভাবে ফের এক হবে দুজনের পথ? সেই নিয়েই এগোবে ‘সোহাগ জল’-এর গল্প। হানি বাফনাকে শেষ দেখা গিয়েছে স্টার জলসার ‘গ্রামের রাণি বাণীপানি’তে। অন্যদিকে ‘যমুনা ঢাকি’ শেষ হওয়ার পর দেবের সঙ্গে ‘প্রজাপত🤡ি’ সিনেমার শ্যুটিং সেরেছেন শ্বেতা। ‘সোহাগ জল’-এর হাত ধরে ফের ছোটপর্দা ফিরছেন শ্বেতা। হানি-শ্বেতার রসায়ন টিআরপি তালিকায় কী প্রভাব ফেল📖বে সেটাই এখন দেখবার। তবে রাধিকা-পোখরাজের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলাই যায়।