সালটা ২০০০, 'কহোনা প্যায়ার হ্যায়'-এর হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলেন হৃত্বিক রোশন। তারপর হৃত্বিককে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বরাবরই হৃত্বিকের ফিটনেস, চেহারা হয়ে উঠেছে ঈর্ষার বিষয়। তবে অনেকেই হয়ত জানেন 🍌না চিক🧔িৎসকরা হৃত্বিককে কোনওভাবেই নায়কসুলভ শরীর তৈরি না করার পরামর্শ দিয়েছিলেন। আর সেটা হয়েছিল প্রথম ছবি 'কহোনা প্যায়ার হ্যায়'-এর শ্যুটিং শুরুর ঠিক আগে। চিকিৎসকদের কথা শুনে নিরাশ হতে হয়েছিল।
সম্প্রতী ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে এসে হৃত্বিকের কেরিয়ার শুরুর স্মৃতিতে ফিরে যান রাকেশ রোশন। হৃত্বিকের গর্বিত বাবা হিসাবেই 💖কথাগুলি বলেন রাকেশ রোশন। তাঁর কথায়, আবার নাচতেও পারবেন না। প্রথমদিনে এমন নেতিবাচক কথা শুনে ভেঙে পড়েছিল হৃত্বিক। তবে ও চ্যালেঞ্জ নিয়েছিল, প্রথমদিকে বই নিয়ে পরে ডাম্বল নিয়ে শরীরচর্চা শুরু করেছিল ও।’
আরও পড়ুন-চেঞ্জম💮েকার অ্যাওয়ার্ডস ২০২৩-এর মঞ্চে সম্মানিত হলেন অস্কার জয়ী গুণ🔴িত মঙ্গা
আরও পড়ুন-মাত্র ১৮০👍০ টাকা পেতাম, অটো করে যেতে দেখে অপ𝓀্রস্তুত হয়ে যান মেকআপ শিল্পী : স্মৃতি