শনিবার Hindustan Times Leadership Summit (HTLS)-এর মঞ্চ জমিয়ে দিলেন বিনোদন জগতের তিন সুপারস্টার। দুপুরে দুপুরে হাজির হলেন হলিউড তারকা শার্লিজ থেরন আর করণ জোহর। আর বিকেলে ভারতীয় ছবির সুপারস্টার আলিয়া ভাট। যদিও আলিয়াকে কি আর কত দিন শুধু বলিউডের সুপারস্টার বলা যাবে, তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই। কারণ অনেকেই মনে করছেন তিনি এবার সারা বিশ্বের সুপারস্টার হতে পারেন। কিন্তু আলিয়া নিজে কী ভাবছꦛেন?
(আরও পড়ুন: ‘৪টে বোকা কথা বললেও, ১৪টা ভালো কথা বলি’, ট্রোল নিয়ে HTLS-এ সোজাꦍসাপ্টা আলিয়া)
হালে হলিউড তারকা গাল গ্যাডোর সঙ্গ☂ে ‘হার্ট অব স্টোন’ নামের ছবিতে কাজ করেছেন আলিয়া। তাছাড়া গুচ্চির আন্তর্জাতিক মডেল হিসাবেও কাজ করছেন আলিয়া। তাহলে কি এবার ভারতের সীমানা ছাড়ܫিয়ে তিনি সারা বিশ্বের দরবারে? Hindustan Times Leadership Summit (HTLS)-এর মঞ্চে উঠে এল এই প্রশ্ন। কী বললেন আলিয়া?
(আরও পড়ুন: বিয়ের শাড়ি🧔তেই জাতীয় পুরস্কার! কী ভেবেছিলেন তখন? HTLS-এ জানালেন আলিয়া)
উত্তরে আলিয়া বলছেন, এখনই এমনই কোনও পরিকল্পনা নেই তাঁর। তাঁর কথায়, ‘এই কাজগুলিতে আমায় নির্বাচিত করা হয়েছে, তার কারণ আমি ভারতের বিশেষ ডেমোগ্রাফির মানুষকে রিপ্রেজেন্ট করি। আর সেই কারণেই আমায় বাছা হয়েছে এই ধরনের চরিত্রে।’ তাঁর কথা থেকে পরিষ্কার, এখনই বিদেশের কাজ নি💝য়ে খুব বেশি করে কিছু ভাবছ𝄹েন না তিনি। তবে তাঁর কাছে যদি কোনও ভালো কাজের প্রস্তাব আসে, সেটি থেকে মুখ ফিরিয়ে নিতেও চান না তিনি।
(আরও পড়ুন: হলিউডে🌠ও কি নেপোটিজম আছে? HTLS-এর মঞ্চে করণের প্রশ্নের উত্তরে⛎ কী বললেন শার্লিজ থেরন)
এদিনের আলোচনায় উঠে এসেছিল আরও একটি গুরুত🦩্বপূর্ণ বিষয়। সোশ্যাল মিডিয়ায় বাড়বাড়ন্ত এবং ট্রোলিং। নানা কারণে আলিয়াকে বার বার পড়তে হয়েছে ট্রোলিংয়ের মুখে। কখনও তাঁর কোনও মন্তব্যের জেরে। কখনও তাঁর কাজের সূত্রে। কীভাবে এই সব জিনিস সামলান? কী বলছেন আলিয়া?
তাঁর কথায়, ‘এরকম তো হতে পারে না, যে কারও উপর প্রভাব পড়ল না।𓆏 আমিও এর থেকে ব্যতিক্রম নই। আমি ক্রমশ আর বেশি করে প্রাইভেট হয়ে গিয়েছি। আমি কাউকে তার জন্য দোষ দিইনি। আমার জীবনে এমন কখনও হয়নি, যখন আমি কাউকে মুখের উপর বলেছি, ‘এই ꩵকথাটা তুমি ঠিক বলোনি’। বরং নিজেকেই গুটিয়ে নিয়েছি।’