চলন্ত ট্রেনে সুরু কোমর দোলাচ্ছেন মালাইকা। পাশে উদ্দাম নাচ শাহরুখের। ‘দিল সে’ ছবির ‘ছাইয়া ছাইয়া’ গানে লাস্যময়ী মালাইকাকে দেখে বহু পুরুষ হৃদয়কের ধুকপুকানি বেড়ে গিয়েছিল। এই গানের সুবাদেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আ𒁏সে মডেল মালাইকা আরোরা। তবে এই গানের অফার শুরুতে গিয়েছিল রবিনা টন্ডনের কাছে। কিন্তু বিশেষ কারণে এই আইটেল গানের অফার ফিরিয়েছিলেন রবিনা। টাইপ কাস্ট হয়ে যাওয়ার ভয় কাজ করছিল রবিনার মনে। তাই এই আইটেম গান করার রিস্ক নিতে চাননি রবিনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আড়াই দশক আগের ঘটনা নিয়ে মুখ খুলেছেন রবিনা। নায়িকার কথায়, 🦩সেইসময় সহজেই কারুর গায়ে ট্যাগ লেগে যেত। তিনি বলেন, ‘শহর কি লড়কি হিট হয়ে যাওয়ার পর আমার কাছে শুধু আইটেম গানের অফা🎉র আসছিল। সকলে ভাবছিল রবিনা মানেই আইটেম নাচ…. আর তাহলেই সেই গান সুপারহিট হবে, সেই কারণেই ছাইয়া ছাইয়ার মতো গানের অফার আমি ফিরিয়েছিলাম।’
অভিনেত্রী হিসাবেই নজর কাড়তে চেয়েছিলেন রবিনা। আইটেম ডান্সার হিসাবে পরিচিতি গড়তে ๊চাননি, তাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। রবিনার আশঙ্কা খুব বেশি ভুল ছিল না। এই গানের সুবাদে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন মালাইকা, তবে আইটেম গার্ল হিসাবেই পরিচিতি পান তিনি। তবে বহুহাত ঘুরে এই গান গিয়েছিল মালাইকার ঝুলিতে। রবিনার প্রত্যাখানের পর এই গানের অফার যায় শিল্পা শিরোদকারের কাছে। ‘কৃষণ কানাইয়া’, ‘প্রতীক্ষা’, ‘আঁখে’, ‘গোপি কিষাণ’-এর মতো অসংখ্য হিট ছবির নায়িকা শিল্পা শিরোদকর। তবে শেষমেষ ‘মোটা’ হওয়ার জেরে ‘ছাইয়া ছাইয়া’ গান থেকে বাদ পড়েন শিল্পা।
আপতত ফিল্মি ꦚজগতꦰ থেকে বহুদূরে শিল্পা। এত সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘ফারহা খান এই গানটা নিয়ে আমার কাছে এসেছিল, এবং জানিয়েছিল এই গানের জন্য আমার কথা ভাবা হয়েছে। পরবর্তীতে তাঁরা জানায়, আমি নাকি এই গানের জন্য খুব মোটা, তাই মালাইকাকে বেছে নেওয়া হয়’।
আরও পড়ুন-মেয়ের ডেবিউ🌼 নিয়ে জোর চর্চা, রবিনার দাবি বহিরাগতদের চেয়ে স্টারকিডদ🐎ের কাজ বেশি কঠিন
আগাম🉐িতে তাঁর দেখা মিলবে আরবাজ খানের ‘পাটনা শুক্লা’কে। এছাড়াও সঞ্জয় দত্তের সঙ্গে ‘গুরচডি’ রয়েছে রবিনার ঝুলিতে।