বাংলা নিউজ > বায়োস্কোপ > মুসলিম সন্ত্রাসবাদীদের নাম বদলে 'ভোলা, শঙ্কর' কেন? বিতর্কে নেটফ্লিক্সের কনটেন্ট হেডকে ডাকল তথ্য ও সম্প্রচার মন্ত্রক
নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'আইসি 814: দ্য কান্দাহার হাইজ্যাক’ (IC 814: The Kandahar Hijack)। আর এই সিরিজ নিয়ে বি🦂তর্ক দানা বেঁধেছে । কারণ সিরিজের দুই ছিনতাইকারীর নাম রাখা হয়েছে 'ভোলা' ও 'শঙ্কর'। আর তা নিয়েই বিতর্কের ঝড় বইছে। আর এবার নেটফ্লিক্সের কনটেন্ট হেডকে ডেকে পাঠাল তথ্য-সম্প্রচার মন্ত্রক।
সংবাদ সংস্থা ANI-এর তরফে বিতর্ক ঘিরে নেটফ্লিক্সের কনটেন্ট হেডকে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের ডেকে পাঠানোর♏ খবর মিলেছে। মঙ্গলবার তাঁকে ডাকা হয়েছে বলে খবর মিলেছে।