‘ক্যান আই হ্যাভ ইয়োর অটোগ্রাফ’ বললে কাউকে অটোগ্রাফ দেন না। সংশ্লিষ্ট ব্যক্তি যদি বাঙালি হন, তাহলে🌜 ইংরেজিতে কথা বলে যদি অটোগ্রাফ চান, তাহলে তাঁকে অটোগ্রাফ দেন না বলে জানালেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শংকর। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মঞ্চ থেকে মমতা শংকর বলেন, ‘আমি শুধু এটাই বলব যে এই ভাষার উপর ভালোবাসা রেখে যখনই আমার কাছে কেউ আসে এবং ইংরেজিতে আমায় বলে যে ক্যান আই হ্যাভ ইয়োর অটোগ্রাফ প্লিজ, আমি বলি যে তুমি বাঙালি? তখন বলে যে হ্যাঁ। তখন আমি বলি যে তাহলে তুমি আমায় বাংলায় জিজ্ঞাসা কর। বাংলায় বল। আমি এখনই অটোগ্রাফ দেব। তখন বাংলায় বলে। আর আমি অটোগ্রাফ দিই।’
মমতা শংকরের মুখে সেই কথা শুনে মুখ্যমন্ত্রী মমতার মুখ💖ে একটা গর্বের হাসি দেখা যায়। তারইমধ্যে প্রখ্যাত অভিনেত্রী তথা নৃত্যশিল্পী বলেন, ‘বাংলার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, অগাধ ভালোবাসা। সবকিছুকে আমি ভালোবাসি। বাংলার জয় হোক।’ তারপর হাততালি দেন মুখ্যমন্ত্রী। মাইক হাতে নিয়ে ‘জয় বাংলা’ ধ্বনি তোলেন। সেইসঙ্গে তিনি জানান যে মমতা শংকরকে ‘মোমো দি’ বলে ডাকেন।
এমনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বুধবার কলকাতার দেশ✤প্রিয় পার্কে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর। সেই অনুষ্ঠানের আমন্ত্রণ তালিকায় শুভাপ্রসন্নের নাম না থাকলেও তিনি আসেন। আলাদা করে তাঁর কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি শুভা দা'কে শ্রদ্ধা জানাই। যখন ভাষা আন্দোলনের কিছুই ছিল না, আমি আমার সাংসদ তহবিলের টাকা দিয়ে দেশপ্রিয় পার্কে এই স্মারকটা করেছিলেন। যেটার আর্কিটেকের কাজটা করেছিলেন শুღভা দা। যোগেন দা তখন ছিলেন। জয় দা'রা প্রতি বছরই আসেন। সবাই আছেন, সুবোধ দা, আবুল বাশার, আমাদের শ্রীজাত, মমতাশংকর…।'
সেই মঞ্চ থেকেই মমতা দাবি করেন, সব ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে পশ্চিমবঙ্গ সরকার। কারণ তৃণমূল কংগ্রেস 𝐆সরকার মনে করে যে সব ভাষা গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে মমতা অভিযোগ করেন, বাংলার সংস্কৃতির প🅷্রতি লাঞ্চনা করা হচ্ছে। বাংলার সংস্কৃতিকে যাতে ‘ছিন্ন-বিচ্ছিন্ন’ করা না যায়, সেটার জন্য শপথ নিতে বলেন মুখ্যমন্ত্রী।