তিনি গোটা বাংলার দিদি। অভিনয় থেকে দূরে রয়েছেন ছেলেকে সময় দিতে কিন্তু সঞ্চালনার কাজ সুদক্ষতার সঙ্গে সারছেন রচনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় 🧔ধরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’। বিকাল ৫টা বাজলেই মা-কাকিমারা এই গেম শো দেখতে টিভির সামনে বসে পড়েন।
রচনার মাতৃসত্ত্বা সদ্যই দিদি নম্বর ১-এর মঞ্চে মন খুলে কথা বলেছেন সুদীপা চট্টোপাধ্যায়। রচনার সিক্রেট ফাঁস করে জানিয়েছেন, শুধুমাত্র ছেলেকে বাড়ি ফিরে পড়া🙈তে বসাবেন বলে মেট্রোপথে বোরখা পরে যাতায়াত করতেন তিনি। যা শুনে হাঁ সকলেই। এর মাঝেই দিদির মঞ্চে সদ্য 𝓀উপস্থিত হয়েছিলেন বিশেষ অতিথি। তিনি দর্শন দিয়েই শুরু করলেন ফ্লার্টিং! আর সেই হিরোকে দেখে মন গলে গেল রচনারও। দিদি জানালেন তিনি ‘সিঙ্গল’।
সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে হাজির হয়েছিলেন ক্꧋রাইম ব্রাঞ্চের স্পেশ্যাল অফিসার অনিমেষ দত্ত, মানে অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায়। আগামি ⛎১১ই অগস্ট মুক্তি পাচ্ছে অভিনেতার আসন্ন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’, তার প্রচারেই দিদির মঞ্চে অপুদা। রচনাকে সামনে পেয়েই দুষ্টুমির সুযোগ হাতছাড়া করেননি তিনি। শুরুতেই বলে বসলেন- ‘কতদিন পর দেখা… আপনি আছেন নাকি একা?’ ফ্লার্টিং-এর জবাব দিয়ে রচনা বলেন- ‘আপনার জন্য আমি সবসময় একা’।
প্রসঙ্গত, রচনা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অকপট। স্বামীর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না দীর্ঘদিন। তবে রচনা কিন্তু ডিভোর্সি নন। ছেলের মুখ চেয়ে স্বামী প্রবাল বসুর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেননি তিনি। কাগজে কলমে বিবাহ🐎িত হলেও ‘হ্যাপিলি ম্যারেড’ নন দিদি নম্বর ১। ছেলে প্রনীল (রৌনক)-কে ঘিরে রচনার গোটা জꦺগত। রচনা একবার খোলসা করেছিলেন, তিনি চাননি তাঁর ছেলে এই ট্যাগ নিয়ে বড় হোক যে তাঁর বাবা-মা ডিভোর্সি, সেই কারণেই স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেছেন তিনি।
জি ফাইভ-এ মুক্তি পাবে ‘আবার প্রলয়’। রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রলয়’ মুক্তি পেয়েছিল বড় পর্দায়। সেই ছবিতে অনিমেষ দত্ত-র চরিত্রে নজর কেড়েছিলেন শ্বাশত, ফের একবার স্বমহিমায় ফিরছেন তিনি। এবার সুন্দরবনের নারী পꦛাচার চক্রকে রোখার দায়িত্ব তাঁর কাঁধে। এই ওয়েব সিরিজে অনিমেষ দত্তর মুখের একাধিক সংলাপ ভাইরাল সোশ্যাল মিডিয়া। দিদির সাম🧸নেও তাঁকে বলতে শোনা গেল- 'কবি বলেছিলেন, মেলাবেন তিনি মেলাবেন…আমি ‘ম’ বলি না ‘ক’ বলি কেলাবেন তিনি কেলাবেন…।' এই সিরিজে শ্বাশত ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, গৌরব চক্রবর্তীরা। প্রযোজনার দায়িত্বে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।