মমতা শঙ্কর কিছুদিন আগে ফের একটি বিতর্কিত মন্তব্য করে বসেন। শাড়ির আঁচল বিতর্কের পর এদিন তিনি শাঁখা পলা নিয়ে কথা বলেন। বর্ষীয়ান অভিনেত্রীর মতে বিবাহিত মহিলাদের শাঁখা পলা পরা🌳 উচিত যেমনটা বিদেশে সকলে ওয়েডিং রিং পরেন। এবার এই বিতর্কে মুখ খুললেন পিয়া চ𝕴ক্রবর্তী, ইমন চক্রবর্তী, উষসীরা।
শাঁখা পলা বিতর্কে কে কী বললেন?
মাত্র কয়েক মাস হল বিয়ে করেছেন সন্দীপ্তা সেন। তাঁর🔯 শাঁখা পল𓂃া নিয়ে কী মত জানাতে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া জরুরি। প্রত্যেকের নিজের মতামত আছে। আমি শাঁখা পলা পরি না। বিয়ের পর এক মাস পরেছিলাম ভালো লাগছিল বলে। আমি আমার মাকেও সবসময় শাঁখা পলা পরে ঘুরতে দেখিনি। আশপাশে অনেকেই দেখি যাঁরা ভালো লাগলে এগুলো পরেন, নইলে না।'
পরমব্রত চট্টোপাধ্যায়ের ঘরণী তথা মনোসমাজকর্মী পিয়া চক্রবর্তী এই বিষয়ে জানিয়েছেন শাঁখা পলা আর বিয়ের আংটির কোনও তুলনাই চলে না। তাঁর মতে, 'ওয়েডিং রিং দুজনেই পরে। কিন্তু আমাদের দেশে কেবল মহিলাদের গায়েই বোয়ের চিহ্ন থাকে। পুরুষদের গায়ে নয়। তাই এই তুলনা যুক্তিহীন𓆉।' পিয়ার সাফ কথা ক্রু বিবাহিত এটা বোঝানোর জন্য শরীরে কোনও চিহ্ন রাখার প্রয়োজন নেই।
তবে ইমন চক্রবর্তী জানান তাঁর শাঁখা পলা পরতে ভালো লাগে। তাঁর মতে কেউ রীতি মেনে🐟 পরলে সেটা যেমন ঠিক, তেমনই কেউ যদি কেবল সাজের জন্য এসব পরেন তাতেও ক্ষতি নেই। অন্যদিকে উষসী চক্রবর্তী জানিয়েছেন তাঁর অনেক অবিবাহিত বন্ধুরাও কেবল 💙সাজের জন্য শাঁখা পলা পরেন। তিনিও একই কাজ করেন বলে জানিয়েছেন। পিয়ার মতোই উষসীর মত, তাঁর কথায়, 'বিয়ের আংটির সঙ্গে তুলনা অবান্তর। আমাদের দেশে বিবাহিত পুরুষদের শরীরে কোনও চিহ্ন থাকে না, কিন্তু মেয়েদের জোরজবরদস্তি সেই চিহ্ন বয়ে বেড়াতে হয়। না মানলেই খারাপ কথা শুনতে হয়।'
আরও পড়ুন: গলায় জড়ানো বল পাইথন, পো꧅ষ্যকে সঙ্গে নিয়ে কোথায় গেল𒈔েন সৃজিত?
আরও পড়ুন: 'হে🅰রে গেলাম...' নতুন পোস্টে আক্ষেপের ছো🃏ঁয়া, কী হল হঠাৎ শাহানা বাজপেয়ীর?
মমতা শঙ্করের এই কথার পর তসলিমা নাসরিনও বিরোধিতা করেছেন। তিনিও এই বক্তব্যের কটাক্ষ করে সম্প্রতি একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন, 'বিদেশে যদি ওয়েডিং রিং পরে, তাহলে এখানে শাঁখা - পলা পরতে অসুবিধে কোথায়? প্রশ্ন করেছেন মমতাꦬ শঙ্কর। এর উত্তর হল, কোনও অসুবিধে নেই, কেউ কাউকে শাঁখা - পলা পরতে বাধা দিচ্ছে না। বিদেশের প্রসঙ্গ যেহেতু তোলা হয়েছে, তাহলে বলি, বিদেশে ওয়েডিং রিং স্বামী - স্ত্রী দুজনই পরে। এখানে কিন্তু শাঁখা - পলা শুধু স্ত্রীরা পরে।'