উইকিপিডিয়া বলছে তাঁর বয়স ৫৩। যদিও কথায় আছে নায়িকাদের নাকি বয়স জানাতে নেই। কিন্তু প্রচলিত স্রোতের বিপরীতে হাঁটতেই পছন্দ 𝕴করেন ইন্দ্রাণী হালদার। বয়স লুকিয়ে রাখায় বিশ্বাসী নন তিনি। বয়স যে শুধুই একটা সংখ্যা তা ইন্দ্রাণী হালদারের সৌন্দর্য দেখলে বলতেই হয়।♐ ৬ই জানুয়ারি জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন টলিউডের আদরের মামণিদি (ইন্দ্রাণী হালদারের ডাকনাম)।
সিরিয়াল হোক বা সি❀নেমা, বিনোদনের সবক্ষেত্রে অবাধ বিচরণ তাঁর। জেন ওয়াইয়ের পছন্দের ওটিটি থেকেও দূরে নেই তিনি। বেছে কাজ করতে বরাবর পছন্দ করেন তিনি। ২০২৩-এ জি ফাইভের ওয়েব সিরিজ ‘ছোটলোক’-এ দেখা মিলছে তাঁর। এর বাইরে লাইমলাইট থেকে দূরেই থেকেছেন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে যোগাযোগ করা হয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলার তরফে। প্রতি বছরই জন্মদিনের সকালটা বেহালার একটি শিশুদের হোম এবং একটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে সময় কাটান নায়িকা। কিন্তু এবার সেই চিরাচরিত রীতিতে ছেদ পড়েছে।
অভিনেত্রী জানালেন, ‘এবার আমি কলকাতায় নেই। কাজের সূত্রেই বাইরে। এইদিনটা ওদের সঙ্গে কাটাতে পারলাম না, তবে কলকাতায় ফিরেই আমি সবটা প্ল্যান করব’। নতুন বছরে অভিনেত্রী ই🉐ন্দ্রাণী হালদারের তরফে কী চমক থাকছেꦉ? ছোট পর্দায় কবে ফিরবেন তিনি? হাসিমুখেই জবাব এল, ‘আমারও ইচ্ছে রয়েছে টেলিভিশনে ফেরার। কথাবার্তা চলছে, এখনও চূড়ান্ত কিছু হয়নি। বেশকিছু সাবজেক্ট নিয় আলোচনা হয়েছে, নতুন কিছু বিষয় নিয়ে হাজির হতে চাই। নতুন কিছু নিশ্চয় হবে’।
এই মুহূর্তে কোথায় রয়েছেন তিনি? তা গোপনেই রাখলেন বাংলা টেলিভিশনের গোয়েন্দা গিন্নি। কাজের বাইরে আজকের দিনে আর কী প্ল্🏅যানিং? ইন্দ্রাণী বললেন, ‘এখানে আমার কিছু বন্ধু-বান্ধব রয়েছে। তাদের সঙ্গেই একটু কাটাব, খাওয়া-দাওয়া, কেক কাটা চলবে’।
'তেরো পার্বণ' নামের সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল 🐎ইন্দ্রাণীর অভিনয় সফর। তারপর তাঁর ঝুলিতে অজস্র হিট ছবি কিংবা মেগা সিরিয়াল। ঋতুপর্ণ ঘোষের ‘দহন’-এর শ্রবণা সরকারকে আজও ভুলতে পারেনি বাঙালি সিনেপ্রেমীরা। এই ছবির জন্য যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা অভিনেত্রীর সম্মান পান ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাণী হালদার। অভিনেত্রী ইন্দ্রাণীর কেরিয়ারের অপর মাইলফলক ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’। বৈবাহিক ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে তৈরি এই ছবিতে তাঁর অভিনয় মনে গেঁথে রয়েছে। এই ছবির জন্য মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন ইন্দ্রাণী হালদার।
হিন্দিতে ‘সুজাতা’, 'মর্যাদা'-র মতো হিট মেগার মুখ ইন্দ্রাণী হালদার। মধ্যবয়স্কা ন🦩ারীর ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে তৈরি 'শ্রীময়ী' তো সাম্প্রতিক সময়ে বাংলা টেলিভিশনে ঝড় তুলেছে। এই সিরিয়াল শেষ হওয়ার পর থেকে ছোটপর্দায় ইন্দ্রাণীর কামব্যাকের অপেক্ষা। নতুন বছরে সেই অপেক্ষার পালা সাঙ্গ হবে কিনা সেটাই দেখার।