স্টার জলসায় ভিড় করছে একের পর এক নতুন মেগা। ‘হরগৌরী পাইস হোটেল’-এর প্রোমো সামনে আসতেই জল্পনা শুরু হ♏য়েছিল। আর কয়েকঘন্টা যেতে না যেতেই সেই জল্পনায় শিলমোহর। শেষ হচ্ছে ‘আয় তবে সহচরী’। অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের কামব্যাক মেগা বছর ঘুরতে না ঘুরতেই শেষ। মন খারাপের মেঘ জমেছে অনুরাগীদের মনে। একই হাল সহচরীর কলাকুশলীদেরও।
সহচরীর পাশাপাশি এই সিরিয়ালের অন্যতম ইউএসপি টিপু-বরফির রসায়ন। শেষপ্রহরে আবেগঘন রৌদ্র সেনগুপ্ত ওরফে টিপু ওরফে স্যান্ডোকুমার। এদিন হিন্দুস্তান🌊 টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত꧙া ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে। সিরিয়াল শেষ হওয়া নিয়ে কী প্রতিক্রিয়া তাঁর?
তিনি জানালেন, ‘খুবই খারাপ লাগছে। গত এক বছর ধরে এই সিরিয়ালটার সঙ্গে যুক্ত। ভালো সাড়াও পেয়েছি, একটা অন্যরকম গল্প দিয়ে শুরু হয়েছিল। এখনও খুব সুন্দরভাগে এগোচ্ছিল গল্প, কমেডি, রোম্যান্স- সবই ছিল। খুবই দুর্ভাগ্যজন﷽ক যে আচমকা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের খুব সুন্দর একটা টিম ছিল, সবাইকে খুব মিস করব। খারাপ লাগছে।’
অসুস্থতার জন্য আপতত শ্যুটিং থেকে দূরে ‘সহচরী’ কনীনিকা। এর জন্যই কী শেষ করা হচ্ছে এই ধারাবাহিক? টিপুর সাফ জব🃏াব, ‘আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। কারণ আমাদে♚র সিরিয়াল কিন্তু এখনও স্লট লিড করছে। আমরা যখন ৯টায় ছিলাম, তখনও স্লট লিডার ছিলাম, এরপর রাত ১০টায় এসেছি, এখনও আমরাই এগিয়ে। এই মুহূর্তে গল্প টিপু-বরফির প্রেম কাহিনি ধরেই এগোচ্ছিল। দর্শকও দেখতে চাইছিল টিপু-বরফির রোম্যান্স, কিন্তু বন্ধ করা হচ্ছে সেটা একান্তভাবেই প্রোডাকশন হাউজ এবং চ্যানেলের যৌথ সিদ্ধান্ত। এখানে আমার কিছু বলবার নেই।’
টিপু-বরফির অফস্ক্রিন রসায়ন নিয়ে অভিনেতা জানালেন,'বরফি আমার খুব ভালো বন্ধু, খুব কাছের বন্ধু। আমাদের বন্ডিংটা খুব মজবুত, আমরা দুজনে সারাক্ষণ সবাইকে সেটে একত্রিত করে রাখতাম। অরুণিমা দুর্দান্ত অভিনেত্রীও আর খুব ভালো কো-স্টার।' অনস্ক্রিন মায়ের কাছে অনেককিছু শিখেছেন, শেষলগ্নে একবাক্যে মেনে নিলেন ইন্দ্রনীল। জানালেন, ‘কনীদির সঙ্গে আমার দারুণ বন্ডিং, উনি অনেক সিনিয়র অভিনেত্রী। অনেক কিছু শিখলাম এই এক বছরের সফরে। কনীদি চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার পর থেকে আমরা সবাই ওঁনাকে খুব মিস করছি।’ আরও পড়ুন-Serial Update: ‘খড়কুটো’,‘মন ফাগুন’-এর পর এবার শেষ হচ্ছে সꦫ্টার জলসার এই জনপ্রিয় মেগা!
‘কে আপন কে পর’, এবং ‘আয় তবে সহচরী’- পরপর স্টার জলসার দুই মেগায় দেখা মিলল ইন♈্দ্রনীলের। এবার কয়েকটা দিন একটু বিশ্রাম নিতে চান। খুব শীঘ্রই নতুন উদ্যমে, নতুন চরিত্র নিয়ে ফিরবেন টিভির পর্দায়। আপতত নিজেকে একটু সময় দিতে চান অভিনেতা। পুজো শেষে ব্যাগ-পত্তর গুছিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানিংও সেরে ফেলেছেন ইন্দ্রনীল।
টেলিপাড়া সূত্রের খব🦩র, আগামী শনিবার (২৭শে অগস্ট) শেষবার শ্যুটিং করবে ‘আয় তবে সহচরী’ টিম। সব কিছু ঠিকঠাক থাকলে ৯ই সেপ্টেম্বর শেষবার স♐ম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আপনারা কতটা মিস করবেন টিপু আর সহচরীর পুরো টিমকে?