আসছে নতুন ওয়েব সিরিজ। আর সেখানে ফুটে উঠবে সমসাময়িক ঘটনার কথা। মানুষের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া💧 আসক্তি, ফলোয়ার্স বাড়ানোর নেশায় কী কী করেন সেটাই এই সিরিজের মূল বিষয়। এখানে প্রথমবার জুটি বাঁধবেন সোহিনী গুহ রায় এবং ইন্দ্রাশিস রায়।
আরও পড়ুন: গোলাপ কাণ্ডের জের! মিশমি𒉰র মান ভাঙাতে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সাধের চুল কেটে ফেললেন প্রিয়াংশু?
নতুন ওয়েব সিরিজ @ ফলোয়ার্স
@ ফলোয়ার্স নামক একটি ওয়েব সিরিজে দেখা যাবে লক্ষ্মী সিরিয়ালের নায়িকা হলেন হিয়া। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়ানোর জন্য একটা অভিনব☂ পন্থা বেছে নেয়। পুনম পাণ্ডে যেমন কিছুদিন আগে তাঁর মৃত্যুর খবর রটিয়ে দিয়েছিলেন তেমন ভাবে তিনিও নিজের মৃত্যুর খবর রটিয়ে দেন। আর তারপর কী হয় সেটা নিয়েই আবর্তিত হবে এই সিরিজের গল্প।
@ ফলোয়ার্স সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহিনী গুহ রায়, ইন্দ্রাশিস রায়, শান্তিলাল মুখোপাধ্যায়কে। এছাড়া অন্যান্য চরিত্রে থাকবেন অম্লান মজুম♑দার, সামিউল আলম, প্রমুখ। এই সিরিজটির পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ।
এই সিরিজের বিষয়ে পরিচালক বলেন, 'নিজের বাবা বা মা মারা যাওয়ার পর হাসিমুখে সেই মৃতদেহর সঙ্গে সেলফি তুলেছেন কখনও? এখন মানুষ তোলে, ফেসবুকে পোস্টও করে। কতজন ফলো করছে সেটা উপভোগ করে তাড়িয়ে তাড়িয়ে। এ এক ভয়ংকর সময়, follo𒊎wers চাই-ই-চাই। এক অদ্ভুত মারণ রোগে আজ আমরা মেতে উঠেছি। মনে হল এর প্রতিবাদ দরকার।' অভিনেত্রী সোহিনী গুহ রায় এই সিরিজে মাধ্যমেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন। তিনি তাঁর এই কাজ নিয়ে বলেন, 'এই ওয়েব সিরিজের বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়া এখন সবার জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে। কিন্তু এটি আশীর্বাদ নাকি অভিশাপ, তা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে।'
ইন্দ্রাশিস রায় তাঁর আসন্ন কাজ প্রসঙ্গে বলেন, 'সোশ্যাল মিডিয়ার সৃষ্টি আর ধ্বংস আমাদের এই সিরিজের সাবজেক্ট। কাজ করতে সবসময়ই মজা লাগে কিন্তু এই কাজটা করতে গিয়ে একটু সিরিয়াস হয়েই থাকতাম। বড্ড ভাবিয়ে𒉰ছে এই সাবজেক্টটা। কি ভাবিয়েছে বলব না, শুধু বলব দেখার পর আপনারাও ভাববেন, ছটফট করবেন।' ক্লিক 🐲প্ল্যাটফর্মে দেখা যাবে এটি।