প্রতীক্ষার অবসান। শুরু হল আইপিএল ২০২৪-এর সফর। শুক্রবার রাতে এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ধোনি আর কোহলি দুজনেই নেতৃত্ব থেকে দূরে, কিন্তু মাঠে এই দুই তারকাকে দেখতেই সবচেয়ে বেশি মুখꩲিয়ে রয়েছে ভক্তরা।
তবে সেই লড༒়াই শুরুর আগে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান জমজমাট বলিউড তারকাদের উপস্থিতিতে। আইপিএলের ১৭তম এডিশনের বর্ণাঢ্য ওপেনিং সেরেমানির মূল আকর্ষণ ছিল ‘বড়ে মিয়াঁ ছোটো মিয়াঁ’ জুটি অক্ষয় কুমার ও ♊টাইগার শ্রফ।
এদিন ‘দেশি বয়’ অক্ষয়ꦅ ডেয়ারডেভিল অবতারে এন্ট্রি নিলেন স্টেডিয়ামে। হাননেস থেকে ঝুলে মঞ্চে নামলেন। এক হাতে তেরঙ্গা! পরনে খাকি প্যান্ট আর টি-শার্ট। কয়েক মুহূর্তের জন্য ♋অক্ষয়কে থেকে থমকে গেল ভক্তদের হৃদয়। তবে খতরোকে খিলাড়ি তিনি, তা আগেও বহুবার বুঝিয়েছেন নায়ক।
কথাতেই আছে ‘বড়ে মিয়া তো বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ সুবানাল্লাহ’। সেইমতোই পিছিয়ে থাকলেন না টাইগার শ্রফ। খাঁকি প্য়ান্ট, হাফ জ্যাকেটে সুপষ্ট তাঁর শরীরের সুঠাম অ্যাবস। জয় জয় শিব শঙ্কর গানে কোমর দোলালেন টাইগার। শীঘ্রই এই জুটিকে দেখা যাব😼ে ‘বড়ে মিঁয়া, ছোটো মিয়াঁ’ ছবিতে। তার প্রচারেই আইপিএলের মঞ্চ বেছে নিয়েছেন দুই সুপারস্টার। প্রসঙ্গত, মহিলা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও নেচে ছিলেন টাইগার। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক তারকা দুজনেই। রুপোলি পর্দায় তাঁদের একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছন সকলেই।
এই বছরে🅘র অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘রাইজ এজ ওয়ান’ (Rise as one) অর্থাৎ একসঙ্গে মিলে উত্থান। সেই অনুষ্ঠানে সুরের মুর্ছনায় মুগ্ধ করলেন এ আর রহমান এবং সোনু নিগম। বন্দেমা🌊তরম গান ধরলেন রহমান, গলা মেলালেন সোনু।
২০০৮ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের এই গ্র্যান্ড সফর। ক্রিকেট প্রেমীদের কাছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে। এবারও সেই জৌলুস ফিকে 🐬হয়নি।
দেশের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেললেও আইপিএলে যোগ দিতে ভারতে হাজির বিরাট। সেই নিয়ে সমালোচনার শেষ নেই। ꧂কিন্তু সেইসব কাটাছেঁড়ার মাঝেই আজ ময়দানে বিরাট। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কোহলির দল। চেন্নাইয়ের নতুন অধিনায়ক রꦉুতুরাজ গাইকোয়াড। তাঁর নেতৃত্বে কেমন খেলবে দল? সেইদিকে নজর সবার। অন্যদিকে মহিলা আইপিএল জেতার পর এবার আত্মবিশ্বাসী রয়্যাল চ্যালেঞ্জার্সের ভক্তরা। কোহিদলের শাপমোচন ঘটবে এই বছর? সেটা জানা এখন সময়ের অপেক্ষা।