ঢাকে কাঠি পড়ল বলে! শুক্রবার সন্ধ্যায় শুরু হচ্ছে আইপিএল ২০২৪-এর সফর। প্রথম ম্যাচে মুখোমুখি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলির ❀রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও নেতৃত্বের দায়িত্ব আগেই ছেড়েছেন কোহলি।
দেশের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেললেও আইপিএলে যোগ দিতে ভারতে হাজির বিরাট। সেই নিয়ে সমালোচনার শেষ নেই। কিন্তু সেইসব কাটাছেঁড়ার মাঝেও আ🃏ইপিএলের ১৭তম সিজনের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রতিবারের মতো এই বছরও একাধিক বলিউড তারকা থাকছেন এমএ চিদম্বরম স্টেডিয়ামের উদ্বোধনী আসরে।
২০০৮ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের এই গ্র্যান্ড সফর। ক্রিকেট প্রেমীদের কাছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে। বিসিসিআই কর্তারা বিরাট-ধোনির মহারণের আগে বলিউডের মহাসঙ্গম পেশ করবেন𒐪 টিভির পর্দায়। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলবে বলিউডের ‘বড়ে মিয়াঁ’ অক্ষয় কুমার ও ‘ছোটে মিয়াঁ’ টাইগার শ্রফের। এর পাশাপাশি দেখা মিলবে এআর রহমান, সোনু নিগমের। নাচে-গানে জমবে আসর।
এই বছরের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘র𝓰াইজ এজ ওয়ান’ (Rise as one) অর্থাৎ একসঙ্গে মিলে উত্থান। সব মিলিয়ে এক ঘণ্টার অনুষ্ঠানের পরিকল্পনা আইপিএল কমিটির। ৬.৩০টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
টাটা আইপিএলের আসরে টাইগার শ্রফ ও অক্ষয় কুমারের খতরনাক মুভস দেখতে উদগ্রীব সকলেই। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক তারকা দুজনেই। শীঘ্রই তাঁদের দেখা যাবে ‘বড়ে মিঁয়া, ছোটো মিয়াঁ’ ছবিতে। তার প্রไচারেই আইপিএলের মঞ্চ বেছে নিয়েছেন দু𝕴ই সুপারস্টার। প্রসঙ্গত, মহিলা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও নেচে ছিলেন টাইগার। সেবার অবশ্য তারকা সমাবেশ আরও লম্বা ছিল। সিদ্ধার্থ মালহোত্রা, শাহিদ কাপুর থেকে শাহরুখ খান! কে ছিলেন না সেই তালিকায়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই টসের জন্য মাঠে নামবেন দুই অধিনায়ক। প্রথম ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আইপিএলের বাকি ম্যাচগুলি শুরু হবে যথাক্রমে দুপুর ৩.৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭.৩০ মিনিটে। শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ খেলবে আগামী শনিবার অর্থাৎ ২৩ মার্চ। ঘরের মাঠ, ইডেন গার্ডেন্সে শ্রেয়স আয়ারের দল মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। আইপিএলের ইতিহাসে একবারও ট্রফি ওঠেনি রয়্যাল চ্যালেঞ্জার্সের পুরুষ দলের হাতে। সদ্য পুরুষদলের শাপমোচন হয়েছে মহিলা টিমের হাত ধরে। কোহলিরা কি এবার নতুন ইতিহাস লিখবেন? এটাই কি ধোনির শেষ আইপিএল হবে? সেই সব প্রশ্নে♈র উত্তরের খোঁজ শুরু হচ্ছে শুক্রবারে।