সালটা ছিল ২০০৩। সেই বছর মুক্তি পেয়েছিল শাহিদ কাপুর ও অমৃতা রাও অভিনীত সুপারহিট ছবি 'ইশক ভিশক'। সিলভার স্ক্রিনে কলেজ জীবনের প্রেম-ভালোবাসা-রোম্যান্সে মজেছিল দর্শক। রাজীব মাথুর আর পায়েলের সেই মিষ্টি প্রেমকা🐠হিনি কিন্তু আজও ভুলতে পারেনি সিনে প্রেমীরা। রুপোলি পর্দায় সেই পুরনো প্রেমের নস্ট্যালজিয়া ফিরছে।
এই ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করছে হৃতিক রোশনের তুতো বোন পশমিনা রোশন। পরিচালক রাজেশ রোশন কন্যা পশমিনা। ‘ইশক ভিশক’ ছবির সিক্যুয়েল দিয়ে বলিউডে পা রাখছেন তিনি। এই ছবি দিয়েই শহিদ কাপুর এবং অমৃতা রাও-এর বলিউডে পথ চলা শুরু করেছিলেন। হৃতিক রোশনের কাকা রাজেশ রোশনের মেয়ে পশমিনা। বহুবার বোন পশমিনার সঙ্গে নেটমাধ্যমে ছবি শেয়ার করতে দেখা গিয়েছে হৃতিককে। আরও পড়ুন: এ আর মুরুগাডোসে নাকি �𓆉�কবীর খান, কার ছবি নিয়ে বেশি উৎসাহ সলমনের: রিপোর্ট
পশমিনা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রোহিত সরাফ, জিবরান খান এবং নায়লা গ্রেওয়ালকে। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে এই ছবির রিমেক। ছবির নাম ‘ইশক ভিশক রিবাউন্ড'। ‘ইশক ভিশক’-এর সিক্যুয়েল আগামী ২৮ জুন মুক্তি পাবে। ছবিতে দেখা যাবে সব নতুন মুখদের। পরিচালকের আসনে রয়েছে রমেশ তুরানি। আরও পড়ুন: চোট পেয়ে হাতে বেল্ট পরা, ꦅতাও জিমে কঠোর পরিশ্রম ভিকির, রইল অবাক করা ভিডিয়ো
উল্লেখ্য, নেটমাধ্যম🔯ে ‘ইশক ভিশক রিবাউন্ড'-এর ঝলক শেয়ার করে পশমিনা লিখেছিলেন, 'আমার মনে হচ্ছে বছরের পর বছর পরিশ্রমের ফল পাচ্ছি। আমি খুব উত্তেজিত, নার্ভাসও। এটাই হবে আমার প্রথম অনস্ক্রিন ডেবিউ।'
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার রাজেশ রোশন বলেছিলেন, ‘নবম শ্রেনীতে পড়ার সময় স্কুলের একটি নাটকে অংশ নিয়েছিল পশমিনা। ওঁর পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছিল। সেই দিন মনে হয়েছিল মেয়ের মধ্যে🐬 অভিনয় সত্ত্বা রয়েছে। তবে বড় হওয়ার পর বিদেশে পড়াশুনা করার সিদ্ধান্ত নেয়’। সিনেমায় অভিনয়ের জন্য বেশ কিছুটা ওজনও কমাতে হয়েছে পশমিনাকে। অভিনয়ের জন্য সেভা❀বে কোনও টিপস রাকেশ বা হৃতিকের থেকে নেয়নি। তবে তাঁদের সমর্থনটা অবশ্যই পেয়েছে। কিন্তু দিনের শেষে মেয়ের স্ট্রাগল আর মোটিভেশনই শেষ কথা বলছে পরিবার।
‘ইশ♋ক ভিশক রিবাউন্ড’-এ সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। অ্যাপে সম্পর্কের কথা বলা হবে। এটি আজকের প্রজন্মের গল্প বলবে। দাদা হৃতিকও বোনের অন-স্ক্রিন ডেবিউ নিয়ে বেশ উচ্ছ্বসিত।