প্রায় গ্রফতারই হয়ে যাচ্ছিলেন কমল হাসান। পাশে তখন জয়দীপ আলাওয়াত। সামনে বন্দুকধারী পুলিশ। বিদেশের মাটিতে 🌌এমন ভয়ঙ্কর কাণ্ডের মুখোমুখি হয়েছিলেন দুই অভিনဣেতা। সম্প্রতি জয়দীপই জানিয়েছেন সে কথা।
কিছু দ🐷িনের মধ্যেই মুক্তি পাচ্ছে জয়দীপ আলাওয়াত এবং জিসান আয়ুব অভিনীত ওয়েব সিরিজ ‘ব্লাডি ব্রাদারস’। সেই ছবিতে এই দুই অভিনেতা দুই ভাই। ঘটনাচক্রে তারা নিজেদের গাড়ির ভিতরে একজনকে মেরে ফেলেছে। এবার মৃতদেহ কীভাবে লুকাবে, তা নিয়েই গল্প।
এই সিরিজের গল্প সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে প্রসঙ্গক্রমে জয়দীপ আলাওয়াতের মনে পড়ে গিয়েছে, পুরন এক💙 ঘটনার কথা। ২০১৩ সালের। তখ ‘বিশ্বরূপম’ ছবির শ্যুটিংয়ের জন্য তিনি এবং কমল হাসান আমেরিকায় গিয়েছিলেন। 𒁃সেখানেই বয়ঙ্কর ঘটনাটি ঘটে।
কী হয়েছিল সেখানে?
কমল এবং জয়দীপের শ্যুটিং চলছিল একটি ব্রিজে। কিন্তু শট পছন্দ হচ্ছিল না পরিচালকের। তাই বার বার ওঁদের𓆉 গাড়ি করে ব্রিজে গোড়া পর্যন্ত যেত হয়, আবার ফিরে আসতে হয়। আ প্রতি বারই ফিরে আসার সময়ে টোল পেরোতে হয়। এইভাবে বার তিনেক হওয়ার পরেই টোলের সামনে তাঁদের গাড়ি যেই আসে, তখনই চারপাশ থেকে বন্দুকধারী পুলিশ ঘিরে ধরে।
জয়দীপ জানিয়েছেন, পরিস্থিতি এমন হয়েছিল, একটাই কথা তাঁরা ভাবতে থাকে, ‘গুলি চালাবেন না যেন ভাই’। শেষ পর্যন্ত অবশ্য এমন কিছুই ঘটেনি। দু’জনেই হাত তুলে বাইরে আসেন। বোঝাতে পারেন, তাঁরা শ্যুটিং করছেন। তাতে পুলিশ তা🧸ঁদের দু’জনকেই ছেড়ে।
কিন্তু এই স্মৃতি ফিরে আলে আজও আঁতকে ওঠেন জয়দীপ। মজা ❀করে জানিয়েছেন সে কথা।