প্রোপাগান্ডা ভিডিয়ো ছড়াবেন না! ভুলবশতই জইশের পাঠানো ভিডিয়ো ফরোয়ার্ড করলে মিলবে কঠোর শাস্তি, সোমবার সতর্ক করল জম্মু-কাশ্মীর পুলিশ। সন্ত্রাসবাদী সংগছন জইশ-ই-মহম্মদের তরফে পাঁচ মিনিট দীর্ঘ একটি ভিডিয়ো এদিন প্রকাশ্যে আনা হয়েছে বলে জানায় প💎ুলিশ। এখানেই শেষ নয়, পুলিশ জানিয়েছে সেই ভিডিয়োতে ব্যবহার করা হয়েছে সইফ আ♓লি খানের ছবি ফ্যান্টমের পোস্টার। অভিনেতার ছবিও ব্যবহার করেছে পাক জঙ্গিসংগঠন।
সোমবার দুপুর ২টো নাগাদ এই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে জইশের তরফে। এক্স হ্যান্ডেলে পুলিশের তরফে জনগণকে স্পষ্ট জানানো হয়েছে, প্রথমত, কোনও ভাবেই এই ভিডিয়ো ফরওয়ার্ড করা যাবে না বা ছড়িয়ে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, কার থেকে এই প্রোপাগান্ডা ভিডিয়ো এসেছে তা অবিলম্বে সংশ্লিষ্ট ক🎀র্তৃপক্ষ অর্থাৎ পুলিশকে জানাবে তারা। কোন নম🐭্বর থেকে, কোন সময় এবং তারিখে ওই ভিডিয়ো এসেছে।
সেই অভিযোগ পাওয়ার পর পুলিশ কর্তা যেন তাঁর উর্দ্ধতন কর্তৃপক্ষকে এই ব্যাপারটি সম্পর্কে অবগত করে। যদি কেউ এই ভিডিয়ো প্রচার করে, তাহলে সে ইউএপিএ অর্থাৎ ‘সন্ত্রাস বিরোধী আইন’-এর ১৩ এবং ১৮ ধারায় অভিযুক্ত হবে। এই আইনের বলে পুলিশ যে কাউকে সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেফতার এবং তার ⛎সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করতে পারে।
কান্দহর বিমান হাইজ্যাক, ২০০১-এর সংসদ হামলা এবং ২০১৬-য় পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে ফিদায়েঁ হানা, ২০১৯-এল পুলওয়ামা হামলার ঘটনায় অভিযুক্ত জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার। ২০০১ সালে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ জঙ্গি সংগঠন' বলে ঘোষণা করেছে জইশকে। ২০১৯ থেকে মাসুদের মাথায় উপরেও রয়েছে ‘জঙ্গি’ তকমা। চলতি বছরের শুরুতে মাসুদের মৃত্যুর খবর রটেছিল। তবে হালে পাকিস্তানের এক বিয়ে বাড়িতে দেখা মিলেছে তাঁ♐র, খবর এমনটাই।
গত সপ্তাহেই জম্মুর ডোডাতে জইশের হামলায় মৃত্যু হয়েছে চার ভারতীয় সেনার। ঘটনার পর এক সেনার শিরচ্ছেদের চেষ্টার ভিডিয়োও প্রকাশ করেছ🧸িল জইশ। সেই ঘটনার পর এদিন ফের নতুন ভিডিয়ো প্রকাশ্যে আনল জইশ।