'স্যাক্রেড গেমস' এর সাফল্যের পর অনেকটা পথ পেরিয়ে এসেছেন যতীন স্বর্ণ। তাই তো অক্ষয় কুমারের 'এয়ারলিফ্ট' থেকে বাদ পড়া এই অভিনেতা এবার নিজে 'খিলাড়ি'র আগামী ছবিতে অভিনয়ের প্রস্তাব ফেরালেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন 'স্যাক্রেড গেমস🐼'এর 'বান্টি'। 'এয়ারলিফ্ট থেকে বাদ 🌠পড়ার পর সত্যিই ভীষণ ভেঙে পড়েছিলাম।' উল্লেখ্য, অক্ষয়ের সেই ছবিতে যতীনের অডিশন দেওয়া চরিত্রটিতে শেষপর্যন্ত অভিনয় করেছিলেন পূরব কোহলি।
আক্ষেপের স্বরে '৮৩' ছবির অভিনেতা বললেন, 'অক্ষয়ের বিরাট ভক্ত আমি। তাই ওঁর ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে স্বাভাবিওকভাবেই প্রচন্ড খুশি হয়েছিলাম। পরিবারও ভেবেছিল শেষপর্যন্ত হিল্লে হলো আমার। এর কিছুদিন পর অবশ্য গন্ডগোলের গন্ধ পেলাম। সন্দেহ হওয়াতে বহুবার ফোন করে গেছিলাম ছবি নির্মাতাদের অফিসে। কেউ ফোন তোলেননি। এমনকী ছবির পরিচালক রাজা মেনন-এর সঙ্গে একদিন দেখা পর্যন্ত করতে গেছিলাম। গিয়ে শুনি সেই ছবির শ্যুটিং ততদিনে শুরু হয়ে গেছে। আর আমাকে বাদ দিয়ে সেই চরিত্রে বলিপাড়ার এক চেনা মুখকে কাস্টিং করা হয়েছে। তাঁদের তরফে কেউ আমাকে এই খবরটুকু জানানোর সৌজন্যতাবোধটুকু পর্যন্ত করেননি।' সামান্য থেমে এ প্রসঙ্গে বলি-অভিনেতা যোগ করেন,' তবে ছবিটা দেখার 🎉পর আমার সব্রমকের আক্ষেপ কেটে গেছিল। নিশ্চিন্তে হাঁফ ছেড়েছিলাম। কেন জানেন? বুঝতে পেরেছিলাম সেই ছবিতে এমন কিছু গুরুত্বপূর্ণ ছিল না আমার অভিনীত চরিত্রটি।'
এরপরেই এই বলি-অভিনেতার মুখ থেকে জানা গেল কিছুদিন আগে অক্ষয়ের আগামী প্রজেক্ট 'বচ্চন পাণ্ডে'-তেও অভিনয় করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। তবে এবার তিনি সেই প্রস্তাব ফিরিয়েছেন।ꦓ কেন? 'এমন দারুণ কিছু মশলা খুঁজে পাইনি ওই চরিত্রটির মধ্যে। তাই না করে দিয়েছি',♛ সাফ কথা যতীন স্বর্ণর। জানা গেল, শুধু অক্ষয়ের নন সঙ্গে সলমন খানের 'টাইগার ৩'র ছবিতে অভিনয়ের প্রস্তাবও পত্রপাঠ ফিরিয়েছেন তিনি। 'টাইগার ৩ ছাড়াও আহমেদ খান পরিচালিত আদিত্য রায় কাপুর অভিনীত একটি ছবির প্রস্তাবও ফিরিয়েছি। তালিকায় এরকম মোট ১২টি ছবি রয়েছে!' কোনওরকম লুকোছাপা না করে ফাঁস করলেন যতীন।
তা কেন এরকম বড় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ নির্দ্বিধায় ফিরিয়ে দিচ্ছেন তিনি? এতটুকুও দ্বিরুক্তি না করে বলি-অভিনেতার জবাব, 'নায়কদের ভাই, বন্ধু, কাকা সাজা অনেক হয়েছে। এখন সেসব করার আর কোনও প্রশ্নই নেই। আর বড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়া꧂র করার পাশাপাশি আমার অভিনীত চরিত্রটিও যেনগুরুত্বপূর্ণ হয় সে দিকেও খেয়াল রাখছি।𒁏 এটুকুই।'