লাহোরে বসে ২৬/১১-র মুম্বই হামলা নিয়ে পাকিস্তান সরকারকে কথা শুনিয়ে এসেছেন জাভেদ আখতার। দেশে ফিরে এসে গীতিকার জানিয়েছেন, ‘আমার মন্তব্য পাকিস্তানে সমাদৃত হয়েছে। পাক নাগরিকরা হাততালি দিয়ে আমার কথায় সমর্থন করেছেন। পাকিস্তানে এমন বহু মানুষ আছেন, যাঁরা ভারতকে ভালোবাসেন।' কিন্তু নাহ, সবাই যে ভারতকে ভালোবাসেন, তা একেবারেই নয়। আর তারই প্রমা♏ণ মিলল পাক অভিনেত্রী সবুর আলির কথায়।
জাভেদ আখতারের মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে একাধিক ইনস্টা স্টোরি শেযার করেছেন অভিনেত্রী সবুর আলি। লিখেছেন, ‘কেউ বাড়িতে ঢুকে অপমান বেইজ্জত) করে যাচ্ছেন, আর তাঁকে নিয়ে উচ্ছ্বাসিত হচ্ছেন, তাঁকে সম্মান করছেন। তাঁর পায়ের কাছে বসছেন! কী লজ্জা…’। এরপর সবুর ফের উর্দুতে লেখেন, ‘সমস্ত শিক্ষিত নিরক্ষর - তথাকথিত নিচ মনের - আপনারা কখনই নিজের দেশের প্রতিভাকে সমান সম্♒মান দেননি। এই দেশেও এমন অনেক শিল্পী ছিলেন যাঁদের শেষপর্যন্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মতো অর্থও ছিল൲ না। তখন এই সব প্রতিভার প্রশংসাকারীরা কোথায় ছিলেন?’
🐎 সবুর আলি আরও লিখেছেন, 'যাঁরা নিজেরাই নিজেদের সম্মান করতে জানেন না, বাইরের লোক তাঁদের কীভাবে সম্মান করবেন! মানলাম শিল্পী ও শিল্পীর কোনও বেড়া নেই, কিন্তু নিজের মান ও সম্মানের বেড়া তো আছে!’