সম্প্রতি দুই সন্⛎তান জোয়া আখতার ও ফারহান আখতারের সঙ্গে পেশাগত সম্পর্ক নিয়ে জাভেদ আখতার খোলামেলা কথা বলেছেন। প্রবীণ চিত্রনাট্যকার তাঁর সংলাপগুলি যে তাঁর সন্তানদের সব সময় পছন্দ হয় না তা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। স্বপন ভার্মাকে দেওয়ಞা এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানান যে, ফারহান এবং জোয়া প্রায়শই তাঁর লাইনগুলিকে ‘পুরানো’ বলে মনে করেন।
ফারহানের মতামত প্রসঙ্গে গীতিকার-লেখক জাভেদ আখতার বলেন, ‘আমায় বস বলা ওঁদের জন্য খুব সহজ। আমি সিনিয়র এবং প্রবীণ বলে অন্যরা দ্বিধা করে, কিন্তু ওঁরা নির্দ্বিধায় আমার সঙ্গে কথা বলতে পারে। বিশেষ করে জোয়া, ওঁর যা মনে হয় ও মুখের উপর বলে দেয়। ফারহান ঝগড়া করে না, সে কেবল আমার লাইনগুলো পছন্দ না হলে বাদ দিয়ে দেয়। কিন্তু জোয়া আমার সঙ্গে ঝগড়া করে। আসলে ওঁদের স্কুলে প্রথম পাঠ্য ভাষা ইংরেজি, ওঁরা ইংরেজিতে স্বপ্ন দেখে। আমারটা অবশ্য উর্দু। তাই ওঁরা যে ভাষায় ছবিটি বানাচ্ছেন তাঁর খুঁটিনাটি আমি একটু বেশি জানি। তবুও, ওঁরা আমাকে প্রায়ই বলে, আমার সংলাপ খুব পুরানো বলে মনে হয়। গত ২৫ বছরে ফারহানের জন্য আমি একটি চিত্রনাট্য লিখেছি, ‘লক্ষ্য’। আর আমি জোয়ার প্রথম ছবি ’লাক বাই চান্স'-এর জন্য কয়েকটি সংলাপ লিখেছিলাম। জোয়া প্রথমে আমাকে কিছু সং𒁏লাপ লিখতে বলেছিলেন, বলেছিল যে আমি চরিত্রগুলি ওঁদের চেয়ে ভাল বুঝতে পেরেছি, তবে এর পরে জোয়া আমাকে আর জিজ্ঞাসা করেননি।'
আরও পড়ুন: ধর্মা প্রোডাকশনের সব সিনেমার প্রি-রিলিজ স্ক্রিনিং বন্ধ করলেন করণ জোহর🐬, জিগরা মুক্তির আগেই বড় সিদ্ধান্ত
তিনি আরও বলেন, ‘এরপর আসে 'দিল ধড়কনে দো', সেখানে জোয়া আমাকে কুকুরের সংলাপ লিখতে বলেছিল। এর বেশি কিছু নয়। জোয়া বলেছিল, ‘আমার ꧋বাবা সংলাপ লিখবেন, কুকুরের চিন্তাভাবনাকে তার চেয়ে ভালো আর কেউ ধরতে পারে না।’
আরও পড়ুন: ‘ঝড়ౠ বইছে, সুনামিও আসবে…’, পঞ্চমীর দিন আবহাওয়ার একী আপডেট দিꦉলেন সৃজিত মুখোপাধ্যায়!
জাভেদে জাভেদ সꦬম্প্রতি ‘অ্যাংরি ইয়ং মেন’ নামে একটি তথ্য𝔉চিত্র সিরিজে অভিনয় করেছেন। প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের সঙ্গে বিচ্ছেদ নিয়েও ডকু-সিরিজে কথা বলেছেন। এই সিরিজে অভিনয় করেছেন জোয়া আখতার ও ফারহান আখতার, সলমন খান, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাবানা আজম-সহ আরও অনেক তারকা। ‘অ্যাংরি ইয়ং মেন’ প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হচ্ছে।