রাত পোহালেই মুক্তি পাবে'জওয়ান'। বৃহস্পতিবার, লক্ষ্মীবারেই মুক্তি পাচ্ছে শাহরুখের এই ছবি। এদিকে 'জওয়ান'-এর অগ্রিম টিকিট বুকিং শুরু হতেই তা কেনার হিড়িক পড়ে যায় সিনেমাপ্রেমীদের মধ্যে। বুধবারই জানা গিয়েছিল, শুধুমাত্র প্রথম দিনের জন্য 'জওয়ান'-এর ৭ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এবার ফিল্ম ও বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান জানাচ্ছেন, মুক্তির আগেই ছবিটি বিশ্বব্যাপী ৫১.১৭ কোটি টাকা আয় করে ফেলেছে। অর্থাৎ এক্ষেত্রে মুক্তির আগেই 'পাঠান'-এর রেকর্ড ভেঙে ফেলেছে 'জওয়ান'। কারণ, মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিং-এর মাধ্যমে 'পাঠান' আয় করেছিল ৩২ কোটি টাকা। অর্থাৎ নিজের রেক💙র্ড নিজেই ভাঙলেন শাহরুখ।
ফিল্ম ও বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয🏅়বালান টুইটে লিখেছেন, ‘ব্রেকিং: জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিসে মুক্তির আগেই হাফ সেঞ্চুরি করে ফেলেছে। অগ্রিম টিকিট বিক্রির ১ম দিনে - ভারত - ৩২.৪৭ কোটি এবং বিদেশে - ১৮.৭০ কোটি , অর্থাৎ বিশ্বব্যাপী মোট - ৫১.১৭ কোটি🔯 টাকা আয় করেছে। এছাড়াও, শাহরুখের পাঠানকে হারিয়ে দিয়েছে শাহরুখের জওয়ান। 'পাঠান'-এর প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে আয় হয়ে ছিল ৩২ কোটি টাকা।'
মনোবালা বিজয়বালান আরও জানিয়েছেন, এখনও পꦡর্যন্ত শুধুমাত্র মাল্টিপ্লেক্সেই জওয়ান-এর ৩,৯১,০০০ টি টিকিট বিক্রি করেছে। এর আগে মঙ্গলবার জানানো হয়েছিল ভারতে ছবিটির ৭ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।
'জওয়ান'-এর আগে প্রথম দ🍨িনের অগ্রিম বুকিং-থেকে আয়ের নিরিখে সেরা দশে যে ছবিগুলি রয়েছে সেগুলি হল বাহুবলী ২ - ৬,৫০,০০০ টাকা পাঠান - ৫,৫৬,০০০টাকা KGF 2 - ৫,১৫,০০০টাকা ওয়ার - ৪,১০,০০০টাকা জওয়ান - ৩,৯১,০০০টাকা ঠগস অফ হিন্দুস্তান - ৩,৪৬,০০০টাকা প্রেম রতন ধন পায়ো - ৩,৪০,০০০টাকা ভারত - ৩,১৬,০০০ টাকা, সুলতান-১৬,০০০ টাকা দঙ্গল - ৩,০৫,০০০ টাকার টিকিট বিক্রি হয়েছিল।
আশা করা হচ্ছে, প্রথম দিনেই 'জওয়ান' ১০০ কোটি টাকা আয় করবে। প্রথম সপ্তার শেষে এই ছবির আয় হবে ৩০০🔥 কোটি টাকা। প্রসঙ্গত, হিন্দ✤ি ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে 'জওয়ান'।