জন্মদিনের দিন কয়েক পরেই বিতর্কের মুখে শাহরুখ খানের নতুন ছবি। গল্প চুরির অভিযোগ উঠেছে ‘জওয়ান’ ছবির বিরুদ্ধে। দক্ষিণী প্রযোজক মানিকম নারায়নণ, তামিল সিনেমার প্রযোজকদের কাউন্সিলে (Tamil Film Producers Council) এই চুরির অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, তামিল ছবি ‘পেরারাসুಞ’র গল্প নকল করেছে শাহরুখ খান-অভিনীত ‘জওয়ান’।
প্রায় বছর চারেক লম্বা বিরতির পর আগামী বছর বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ♓। পর পর তিনটি ছবি ‘পাঠান’, ‘জাওয়ান’ এবং ‘ডানকি’-র কথা আগেই ঘোষণা করেছেন। এবার এই ছবিগুলি মুক্তির অপেক্ষায়। ‘জওয়ান’-এর পরিচালনায় জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলি। ইতিমধ্যেই দফায় দফায় ছবির শ্যুটিং সেরেছেন এসআরকে।
ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্র🍰িয়মণির মতো তামিল ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকারা। সূত্রের খবর, ছবিতে অভিনেতা বিজয় এবং দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বাংলাদেশের গায়ক আকবর, রাখা হয়েছে আইসিইউতে
তামিল চলচ্চিত্র প্রযোজক পরিষদে গল্প চুরির অভিযোগ দায়ে𓄧র হয়েছে পরিচালক অ্যাটলির বিরুদ্ধে। দক্ষিণী প্রযোজক মানিকম নারায়নণ অভিযোগ পত্রে জানিয়েছেন, শাহরুখের এই ছবিটি বিজয়কান্ত অভিনীত তামিল ছবি ‘পেরারাসু’র নকল। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। দক্ষি🃏ণী প্রযোজকের দাবি, ‘পেরারাসু’ ছবির সত্ত্ব তাঁর কাছেই রয়েছে।