একেবারে ভেতো বাঙালি অভিনেত্রী জয়া আহসান। বিদেশি খাবার, মেক্সিকান, জাপানিজ, কোরিয়ানের পাশাপাশি পান্তা ভাত, কোনও কিছুই তিনি ছাড়েন না খাদ্যরসিক নায়িকা। সদ্য ‘বৈশাখী পান্তা’ উৎসব পালন করলেন অভিনেত্রী। বাংলাদেশে নিজের শহরে বসে নববর্ষ উদযাপন করেছেন তিনি। শাড়ির আঁচল কোমরে গুঁজে লঙ্কা আর পিঁয়াজ দিয়ে মহা আনন্দে পান্তা মাখছেন জয়া। ঘর﷽োয়া পান্তা উৎসবে এভাবেই দেখা মিলেছে তাঁর।
জয়ার পান্তা-প্রীতি
ধানী রঙের জামদানি জুড়ে রয়েছে সোনালি সুতোর কাজ। সঙ্গে লাল রঙের হাতাকাটা ব্লাউজ। খোলা চুল আলতো করে ঘাড়ের কাছে এলিয়ে রেখেছেন তিনি। নাকছাবিতে হিরের দ্যুতি ছড়াচ্ছে। হাতে মকরমুখী কাঁকন। খুব সামান্য় মেকআপে দেখা মিলেছে জয়ার। শাড়ির আঁচল কোমরে গুঁজে লঙ্কা আর পিঁয়াজ দিয়ে মহানন্দে পান্তা মাখছেন দুই বাংলার জনপ্রিয় অভি𝄹নেত্রী।
জয়ার শেয়ার করা ভিডিয়ো
হাতে শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি ও🐷 নুন দিয়ে ভর্তা বানালেন। তারপর সেই ভর্তা বাটিভর্তি পান্তাভাতে মেশালেন তিনি। তবে কেবল পান্তা নয়, নববর্ষে বড়সড় দাওয়াতের আয়োজন ছিল এ দিন। জয়ার পান্তা উৎসবের ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উৎসব পালন করে ভিডিয়ো দিয়ে জয়া লিখলেন, ‘বৈশাখী পান্তা’।
আর কী কী আয়োজন
তবে উৎসবে শুধুই যে পান্তা ছিল তেমনটা ন💖য়। এ দিনের আয়োজনে ছিল বিরিয়ানি, পোলাও, ইলিশ ভাজা, নানা স্বাদের ভর্তা, পাতুরি, ডেসার্ট সহ আরও অনেক কিছুই। তীব্র দাবদাহে পান্তা খাওয়াদাওয়ার উৎসব দেখে আপ্লুত নেটিজেনরা। জয়ার পান্তা-প্রীতি নতুন নয়। এর আগের বছরও তাঁর সোশ্যাল মিডিয়ায় পান্তাভাতের ছবি দেখা গিয়েছিল। জয়ার পোস্টে লোভনীয় সমস্ত কমেন্ট উপচে পড়ছে। অনেকেই আবার প্রশংসা করেছেন তাঁর ঘরোয়া সাজের।
আরও পড়ুন: বꦅ্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন মুমতাজ, ‘সহকর্মীদের ক্ষতি করিনি..’, পালটা মুখ খুললেন জিনাত
জয়ার কাজ
দুই বাংলার অন্যতম আলোচিত নায়িকা তিনি। টলিউড, ঢালিউডের গণ্ডি পেরিয়ে এখন তিনি পা দিয়েছেন বলিউডেও। ‘কড়ক সিং’-এ জয়ার অভিনয় আলোচনার কেন্দ্রব꧅িন্দুতে থেকেছে। নিন্দকেরা বলে, জয়া আহসানের বয়স বাড়ে না। ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন ২৭ বছর! নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাতার’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান জয়া আহসান। এই সিনেমার জন্য বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ভারতেও এক দশকেꦰর বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন তিনি। টলিউডে জয়াকে শেষ দেখা গিয়েছে ‘ভূতপরী’ ছবিতে।