প্রত্যেকবছরই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয় বেশ ঘটা করেই! তবে শুধুই কি নারী দিবস! পুরুষদের জন্য কি কোনও দিন নেই! আছে বৈকি। ১৯ নভেম্বর পালিত হল আন্তর্জ🍒াতিক পুরুষ দিবস। এই দিনে চলল, পুরুষদের শুভেচ্ছাౠ জানানোর পালা। আবার পুরুষ দিবসেই নেটিজেনদের নজর কাড়ল অভিনেতা জিতু কমলের একটা পোস্ট।
🍬'কান্না পেলে সে-ও কাঁদে, ব্যথায় তারও কষ্ট হয়…, সমাজ যতই বুঝুক না ভুল, পুরুষ মানেই নষ্ট নয়।' ১৯ নভেম্বর, মঙ্গলবার নিজের ফেসবুকের পাতায় এমনই একটা পোস্ট শেয়ার করেছেন অভিনেতা জিতু কমল। যার ক্যাপশানে তিনি লেখেন, ‘ইন্টারন্যাশনা𒈔ল মেন্স ডে’, প্রতিজ্ঞাবদ্ধ হই মুখে শ্রী চৈতন্য রূপ নিয়ে, মনে মনে ধর্ষণ করাটা বন্ধ করি। তাহলেই প্রকৃত অমানবিকতা বন্ধ হবে।'
একইভাবে ছেলের আবেগ-অনুভূতি নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেতা রাহুল দেব বোস। পুরুষদের চোখেও কি জল আসে! পুরুষদেরও আবার মন খারাপ হয়! পুরুষ🧸দের ব্যক্তিত্ব নিয়ে সমাজের বস্তাপচা ধারণার কথাই ফেসবুকের পাতায় হিন্দিতে তুলে ধরেছেন রাহুল। তাঁকে একটা ভিডিয়ো বার্তায় বলতে শোয়া যায়, ‘মর্দ কো দর্দ নেহি হোতা! লডꦿ়কে! লড়কে কভি রোতা হ্যায় কেয়া? দুঃখ কীস বাত কা দুঃখ!…’। রাহুল হিন্দিতে যা বলেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ছেলেদের কখনও দুঃখ হয়না, ছেলেরা কাঁদে না। ছেলেদের আবেগকে দমন করতে হয়, ছেলেদের কখনও কাঁদতে নেই। সমাজ বদলে গিয়েছে, যুগও বদলে গিয়েছে, তবে ছেলেদের নিয়ে সমাজের এই ভ্রান্ত ধারণাগুলো এখনও বদলায় নি। পুরুষদের কাছে সমাজের দাবিগুলো একই রয়ে গিয়েছে।
রাহুলের কথায়, প্রতিটি ছেলেদেরও মনের অনুভূতি ব্যক্ত করা উচিত। কারণ, সে পুরুষই নয়, যার একটুও কষ্ট হয় না। আন্তর্জাতিক পুরুষ দিবসে রাহুলের এই পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। তবে শুধু জিতু কমল ও রাহুল দেব বোসরা নয়, আরও অনের অভিনেতাকেই🎶 পুরুষ দিবস নিয়ে নানান পোস্ট করতে দেখা গিয়েছে।