আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। আঁচ গিয়ে পড়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তেও। এরই মধ্যে প্রশাসনের এবং মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা অনেকেই মুখ্যমন্ত্রী তথা পুলিশ এবং স্বাস্থ্য মন্ত্রী মমতা ব🌳ন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন। এবার সেই প্রসঙ্গে কী বললেন জিতু কমল?
মমতাকে নিয়ে কী লিখেছেন জিতু কমল?
যেহেতু সমাজের বিভিন্ন দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠেছে সেহেতু জিতু কমল𝔉 প্রশ্ন তুলেছেন যে যদি আজ মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন সত্যি সবার দাবি মেনে তাহলে প🤪রবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? কার সেই যোগ্যতা আছে?
পর্দার সত্যজিৎ এদিন তাঁর পোস্টে লেখেন, 'ধরুন, কাল মুখ্যমন্ত্রী পদত্যাগ করল, পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ কে? আপনি কাকে মনে করেন? রাজনৈতিকཧ প্রশ্ন।' অনেকেই এই পোস্টে তাঁকে রীতিমত তুলোধোনা করেছেন। কেউ কেউ ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনিও নাকি এখন মুখ্যমন্ত্রীর দলের সমর্থক হয়ে গিয়েছেন।
এক ব্যক্তি তাঁকে কটাক্ষ করে লেখেন, 'অভিনয় জগতের বা শিল্পী মহলের কেউ কি গুরুদায়িত্ব নেবেন?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'রাষ্ট্রপতি শাসন জারি থাকুক নতুন সরকার নির্বাচনের আগ পর্যন্ত।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ওইভাবে তো হয় না, রাষ্ট্রপতি শাসন হয় , তারপর অন্তর্বর্তীকালীন সরকার চালানোর ভার কাকে কোন জায়গায় দেবেন সেটা রাষ্ট্রপতির কার্য নির্বাহী কমিটি ঠিক করবে। তারপর ইলেকশন, গণতান্ত্রিক পদ🌊্ধতিতে যেভাবে প্রতিনিধি উঠে আসে সেভাবেই আসবে।Bআপ𝕴নি কি আপনার পোস্ট দিয়ে বর্তমানকে ভবিষ্যতের তুলনায় লেসার ইভিল বলতে চাইছেন? উত্তর হ্যাঁ হলে , শুভনন্দন আপনি দেবাংশু হয়ে গেছেন।' তারকার এই পোস্টে অনেকে জানিয়েছেন তাঁরা সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।
প্রসঙ্গত গত রবিবার ১৮ অগস্ট টলিউডের সমস্ত তারকারা পথে নেমেছিলেন আরজি করের নির্যাতিতার হয়ে বিচার চেয়ে🐲। তাঁরা টেকনিশিয়ান স্টুডিওতে জড়ো হয়ে পৌঁছে যান আরজি করের কাছাকাছি। সেখানেই তাঁরা দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি তোলেন। সেই মিছিলে রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক সেন প্রমুখের🤪 সঙ্গে পা মেলাতে দেখা যায় জিতু কমলকেও।