আরজি কর কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন জিতু কমল। আর এদিন তিনি রীতিমত একহাত নিলেন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায🗹়কে। চাঁচা𒈔ছোলা ভাষায় আক্রমণ করে কী বললেন?
আরও পড়ুন: আবদার যেন থামেই না! ইমন - জাভেদদের আর্জিতে সা রে গা মা পা -এ পরপর রফির গানে মঞ্চ মাতা🐻ল ছোট্ট অনী⛦ক
কী বললেন জিতু কমল?
এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেনশনের আয়োজন করা হয়েছিল। সেখানেই জিতু বলেন, 'আমাদের যেটাই দেখানো হচ্ছে আমরা সেটাই দেখছি। নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি আমরা। ফাঁদ থেকে বেরিয়ে আসুন। খালি জিজ্ঞেস করতে থাকুন কেন এমন ঘটনা ঘটল? কেন এই ঘটনা ঘটার ২-৩ দিনের মধ্যে কেস সিবিআইয়ের কাছে গেল? তাহলে পুলিশ করতে পারেনি, তাহলে ওদের মাথা নত করে বলা উচিত নয় আমরা ভুল করেছি? আমাদ🤪ের ট্যাক্সের টাকায় মাই🐼নে নিচ্ছেন। উল্টে আবার ১৪৪ ধারা জারি করলেন যুবভারতীর সামনে। আপনারা ভোটে জিতে এসেছেন মানেই যা খুশি আইন প্রণয়ন করবেন, আর সেটাই মাথা পেতে নিতে হবে?'
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের জের, মা হতে চান না সোহিনী! বললেন, 'এই দেশে সন্꧑তানকে রেখে ꩲযাব? পারব না'
জিতু এদিন আরও বলেন, 'যাঁরা প্রতিবাদ করছেন তাঁরা সবাই রাতারাতি তৃণমূল থেকে সিপিএম বা বিজেপি হয়ে গেল? ওঁরাই তো আপনাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে।' 'অপরাজিত' এদিন একই সঙ্গে স💫াধারণ মানুষকেও একহাত নেন। বলেন, 'সেদিন ছোট পর্দার শিল্পীদের মিছিলে দেখলাম একটা প্ল্যাকার্ডে লেখা জবাব চাই ক্ষমতা। ক্ষমতা কেন? মমতা বলার সাহস হচ্ছে না? আপনারই তো মুখ্যমন্ত্রী। উনি তো নিজেই বলেছেন এই আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছেন। তাহলে উনি সেখানে দাঁড়িয়ে ভয় পাচ্ছেন কিনা সেটা নিয়ে আপনি ভাবছেন কেন? আন্দোলনটা চালিয়ে যেতে হবে ধৈর্য ধরে।'
এদিন একই মঞ্চ থেকে গর্জে উঠতে দেখা যায় সোহিনী সরকারকেও। তিনি নাম 💃না করে স🅰রকারকে একহাত নিয়েছেন তাঁর বক্তব্যের মধ্য দিয়ে।
আরও পড়ুন: টলিউড আদতে 'মিষ্টি মো𝓀ড়কে যৌনপল্লি', দাবি ঋতাভরীর, মমতার কাছে কী আবেদন করলেন 'ফাটাফাটি' অভিনেত্রী?