শহরে শীতের আমেজ, তার সঙ্গেই শুরু হইচই। কারণ সবার প্রিয় সুপারস্টার দেব বার্তা দিয়ে দিয়েছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি মানে কী ভাবছিস অ্যাকশনটা ভুলে গেছি?’ হ্যাঁ, এই শীতে আর ফ্যামিলি ড্রামা নয়। বরং পুরোদস্তুর কমার্শিয়াল অ্যাকশন জঁর ছবি নিয়ে হাজির হচ্ছেন দেব। ২০শে ডিসেম্বর মুক্তি পাবে খাদান, হাতে আর মাত্র ১৮ দিন। আরও পড়ুন-মেয়েকে সাক্ষী রেখেই গোপন সাক্ষাৎ অভিষেক-ঐশ্বর্যর,♎ ডিভোর্স জল্পনার মাঝে ফাঁস বড় সত্যি, তবে কি…
কোমর বেঁধে ছবির প্রচার শুরু করে দিয়েছেন দেব-যিশুরা। সোমবার শহরের এক মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে খাদানের প্রি-ট্রেলার লঞ্চ ইভেন্ট। বাসে চড়ে একজোট হয়ে অনুষ্ঠানে রওনা দিলেন দেব-যিশু-ইধিকারা। এতদিন ছবির প্রচারে পাওয়া যায়নি ইধিকাকে। তবে দিন পাঁচেক আগেই সামনে এসেছিল ইধিকার খাদান-লুক। এদিন দেবের পাশে ধরা দিলেন ছোটপর্দার পিলু।
খাদান পরিচালনার দায়িত্বে রয়েছে সঞ্জয় রিনো দত্ত। দেবের পাশাপাশি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা মিলবে যিশু সেনগুপ্তর। দেব শুধু খাদানের লিড তারকাই নন, সহ-প্রযোজকও বটে। দেবের প্রযোজনা সংস্থা এবং সুরিন্দর ফিল✤্মসের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে এই অ্যাকশন প্যাকড ছবি।
ছবির প্রচারের এক ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেল বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন দেব। সামনে খাদানের পোস্টারে মোড়া বাস। দেবকে দেখেই ছেঁকে ধরল অনুরাগীরা। ধেয়ে এল সেলফির আবদার। দেহরক্ষীরা বাধা দিলেও মহিলা অনুরাগীদের হতাশ করেননি দেব। ওদিকে দেবের পাশ দিয়ে হেঁটে চলে গেলেন যিশু, ♕তাঁর পিছনে ছুটতে দেখা গেল না ভক্তদের! ডিভোর্সের বিতর্কের মাঝেই লম্বা সময় পর এদিন মিডিয়ার মুখোমুখি নায়ক। ♋;