জাপানে মুক্তি পাচ্ছে 'আরআরআর'। ছবির প্রচারের জ𝔍ন্য সেখানে সপরিবার পৌঁছেছেন জুনিয়র এনটিআর। দূর দেশেও যে তাঁর অনুরাগীর অভাব নেই, তা জাপানে পৌঁছেই টের পেলেন দক্ষ💃িণী অভিনেতা।
যে হোটেলে এনটিআর ছিলেন, সেখানকারই এক কর্মী তাঁর ভক্ত। প্রিয় অভিনেতা আসছেন জেনে তাঁকে চমকে দেওয়ার প্রস্তুতি আগেই সেরে রেಌখেছিলেন তিনি। এনটিআরের সঙ্গে সাক্ষাৎ হতেই তাঁর হাতে হিন্দিতে লেখা একটি চিঠি তুলে দিয়েছেন তিনি💛। অভিনেতার সেই ভক্ত আসলে নেপালের বাসিন্দা। কর্মসূত্রে তাঁর বর্তমান ঠিকানা জাপান।
অনুরাগীর দেওয়া উপহার পেয়ে আপ্লুত পর্দার 'ভীম'। মন দিয়ে সেই চিঠি পড়লেন তিনি। সেই মহিলাকে ধন্যবাদ জানাতে𒉰ও ভোলেননি অভিনেতা।
বিশ্বজুড়ে হাজার কোটির ব্যবসা করে ফেলেছে এস এস রাজামৌলির 'আরআরআর'। ছবির মুখ্য চরিত্রে রাম চরণ এবং জুনিয়র এনটিআর। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। পরাধীনতার ইতিহাস, পুরাণ এবং দক্ষিণের অস্মিতাকে মিলিয়ে দিয়ে গল্প বুনেছিলেন রাজামৌলী। সেই গল্পের কেন্দ্রে দুই বন্ধু, রাম এবং ভীম। রামের চরিত্রে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেতা রাম চরণ তেজাকে। ভীম হয়েছিলেন জুনিয়র এনটিআর।
(আরও পড়ুন: রামচরণ-জুনিয়র এনটিআর সমকামী? OTT'তে মুক্তি পেতেই RRR তারকাদের নিয়ে শুরু বিতর্ক)
'আরআরআর'-এর꧃ পর পরিচালক প্রশান্ত নীলের 'কোরাতালা শিবা'য় দেখা যাবে জুনিয়র এনটিআরকে। কয়েক মাস আগে ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা। সব ঠিক থাকলে আগামী বছরের এপ্♛রিল বা মে থেকে শুরু হবে ছবির শ্যুটিং।