বড় পর্দায় মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং কিয়ারা আডবানি অভিনীত ছবি ‘যুগ যুগ জিও’। পরিচালনায় রাজ মেহতা। ছবির IMDb রেটিং ৮.২। করণ জোহর প্রযোজিত এই ফ্য়ামিলি ড্রাম𝔍া। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, নীতু কাপুর, মণীশ পল, প্রাজোক্তা কোহলিও๊। প্রথম তিন দিনে ৩৬ কোটির কাছাকাছি কালেকশন করেছে এই ছবি।
সিনেমা বিশেষজ্ঞদের থেকে বেশ ভালো রিভিউ পেয়েছে ‘যুগ যুগ জিও’। ছবির শুরুটা একটু ধীরে হলে♔ও, Boxofficeindia.com-এর রিপোর্ট বলছে, শুক্রবার বক্স 🌠অফিসে ৯.২৮ কোটির ব্যবসা করেছে এই ছবি। এরপর শনিবার ১২.৫৫ কোটি এবং রবিবার খানিকটা বেড়ে ১৫.১০ কোটি আয় করেছে এই ছবি।
আরও পড়ুন: ঝিকিমিকি লুকে ♉ক্যাটরিনা, অক্ট👍োবরে সিদ্ধান্ত-ইশানের সঙ্গে আসছেন ‘ফোন ভূত' নিয়ে
কিন্তু সোমবার ছবির বক্স অফিসে অনেকটাই ধস নেমেছে। রিপোর্ট বলছে মাত্র ৪ কোটি ৮১ লক্ষ টাকার ব্যব🅷সা করেছে এই ছবি। মাত্র রবিবারের তুলনায় ৬৮.১৫ শতাংশ কম ব্যবসা করেছে ‘যুগ যুগ জিও’। ফলে বক্স অফিসে বেশ চ্যালেঞ্জের মুখে এই ছবি।
রুপোলি পর্দায় সম্পর্কের ভাঙা-গড়া, রোম্যান্স, কমেডির গল্প 🌞নিয়ে ‘যুগ যুগ জিও’। একটা সময় বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েন ছাপিয়ে যায় বরুণের নিজের দাম্পত্যের সমস্যাকে। এরপর কী? সেই নিয়েই এগিয়েছে ‘যুগ যুগ জিও’-র কাহিনি।