হেভি স্টারকাস্ট নিয়ে মুক্তি পেয়েছে ‘যুগ যুগ জিও’ শুক্রবার। প্রথম দিꦚনে বক্সঅফিসে মাঝারি ওপেনিং প🌟েলেও, শনিবার বাজিমাত করল সিনেমাটি। বরুণ ধাওয়ান, কিয়ারা আডবানি, অনিল কাপুর, নীতু কাপুর, মণীশ পল এবং প্রাজক্তা কোহলি অভিনীত এই ছবিখানা দর্শকমনে জায়গা করে নিয়েছে।
প্রথমদিনে ৯.💛২৮ কোটির ব্যবসা করে ‘যুগ যুগ জিও’। আর সপ্তাহান্তে শনিবারে তা এক ধাক্কায় বাড়ে বেশ খানিকটা। ১২ কোটির ব্যবসা হয় শনিবারে। Boxofficeindia.com রিপোর্ট অনুসারে, ‘যুগ যুগ জিও শনিবারে অনেকটা বেশি ব্যবসা করেছে, আয় করেছে ১২ কোটির বেশি।’ মনে করা হচ্ছে, রবিবার তা আরও বাড়বে।
চলতি বছরের টপ ৫ ওপেনিং দখল করে নিয়েছে ছবিখানা। এই ছবিতেই প্রথম জুটি বাঁধলেন বরুণ আর কিয়ারা। অন্যদিকে, বহু বছর পর সিনেমায় দেখা মিলল নীতু কাপুরের। পরিচালনায় রাজ মেহতা। ছবিটি IMDb-তে ৮.২ রেটিং পেয়েছে, সিনেমায় ভাষায় এটা বেশ ভালোই। প্রযোজনায় করণ জোহরের ধর্মা প্রোডাকশন। আরও পড়ুন: যুগ যুগ জিও-র সেটে বরুণকে ‘শভিনিস্ট’ 🍰বলে বসেন কিয়ারা, কী নিয়ে ঝগড়া হ🐼য়েছিল?
'যুগ যুগ জিও' একটি পঞ্জাবি পরিবারের গল্প, যেখ꧟ানে বাবা-ছেলে দু'জনেই ডিভোর্স নিতে চায়, এবং সেসব সামনে আসে পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে। ছোটবেলার প্রেম থাকলেও বিয়ের পর মানিয়ে নিত🅰ে পারছে না বরুণ-কিয়ারা। তাই ঠিক করে বাড়ি ফিরেই গোটা পরিবারকে জানিয়ে দেবে নিজেদের সিদ্ধান্ত। অন্য দিকে, অনিল আবার নতুন করে প্রেমে পড়েছেন। তাই ডিভোর্স চায় নীতুর থেকে। বাবা ডিভোর্স নিতে চাইছে শুনে হাল খারাপ হয় বরুণের। হাসির মোড়কে প্রেম-পরিবারের গল্প এখন দর্শক মনে কী প্রভাব ফেলে সেটাই দেখার।