অনিল কাপুর, নীতু কাপুর, বরুণ ধাওয়ান আর কিয়ারা আডবানির ফ্যামিলি ড্রামা বক্স অফিসে হিট। প্রথম তিন দিনে ৩৬ হাজারের বেশি পকেটে পুড়ল এই ছবি। শুক্রবার মুক্তি পেয়েছে 𓃲এই ছবি। চলচ্চিত্র সমালোচকদের থেকে ভালো রিভিউও পেয়েছে। সঙ্গে জোরদার বিনোদন দিয়ে মন কেড়েছে দর্শকদের। ছবিতে রয়েছেন মণীশ পল আর প্রাজোক্তা কোহলিও।
রাজ মেহেতার পরিচালনায় ‘যুগ যুগ জিও’-র শুরুটা একটু ধীরে হলেও, শনি ও রবিবারে বাজিমাত করেছে ছবিখানা। রবিবার টিকিট বিক্রি হয় ১৪.৫০ কোটির। শনিবার ব্যবসা করেছিল ১২ কোটির, ও শনিবার ৯ কোট🌠ি। প্রসঙ্গত, ২০২২-র হিট ছবি ‘ভুল ভুলাইয়া ২’-র তিন দিনের কালেকশ🌳ন ছিল ৫৫.৯৬ কো
ছবি নিয়ে বেশ চিন্তিতই ছিলেন রাজꦜ। এর আগে অক্ষয়-করিনা-কিয়ারাকে নিয়ে হিট ‘গুড নিউজ’ উপহার দিয়েছেন দর্শকদের। জানিয়েছিলেন, ‘বেশ কিছু বড় বড় ছবি চলেনি বক্সঅফিসে। কেমন যেন একটা অনিশ্চয়তা কাজ করছে। কেউই জানে না দর্শকদের কো꧂নটা ভালো লেগে যাবে। এমন অবস্থায় টেনশন হবে না? এটা আমার দ্বিতীয় ছবি। একটা সফল ছবির পর আরেকটা কাজ। সেই চাপটা তো আছেই। সঙ্গে এমন একটা সময় এটা তুমি জানো না কোন ছবি সফল হবে।’
‘যুগ যুগ জিও’ মুক্তির আগে বড় বিতর্কে জড়িয়েছিল। ছবির নাচ পাঞ্জাবান গানটি চুরি করা বলে অভিযোগ তুূলেছিলেন পাকিস্তানের গায়ক আবরার হুল হক। যদিও পরে টি-সিরিজে🔯র পক্ষ থেকে জানানো হয় গানটি🃏র মালিকানা সত্ত্ব কিনে নেওয়ার কথা।