বাংলা নিউজ > বায়োস্কোপ > Bangladesh-Kabir Suman: বাংলাদেশের দুই নারীকে বিয়ে, ধর্মও বদলেছিলেন, সেদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে কী লিখলেন কবীর সুমন?
বাংলাদেশ এখন অগ্নিগর্ভ। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবিতে জ্বলছে ওপার বাংলা। সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন এদেশের মানুষজন এবং বহু তারকা ব্যক্তিত্ব। অবশেষে প্রতিবেশ⛦ী দেশের কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কবীর সুমন। বর্তমান পরিস্থিতি, সমসাময়িক ঘটনা নিয়ে সবসময়ই কথা বলতে দেখা যায় শিল্পীকে। বাংলাদেশের সঙ্গে সুমনের যোগ গভীর। সেদেশের 'জামাই' তিনি। সেদেশে নিয়মিত অনুষ্ঠান করতেও যান। তাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কবীর সুমন ঠিক কী বলেন? তা নিয়ে অনেকেই কৌতুহলী ছিলেন।
ঠিক কী বললেন কবীর সুমন?
ফেসবুকের পাতায় কবীর সুমন লেখেন, 'তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া ক'রে মর। আমি প্রেম ꧋করছি, প্রেম ক'রে যাব।' তাঁর এই পোস্টে অনেকেই নানান মন্তব্য করেছেন। তাঁর বহু অনুরাগী শিল্পীকে সমর্থন জানিয়েছেন।