ইশক ছবিটি মুক্তি পাওয়ার ২৬ বছর অতিক্রান্ত। সেই উপলক্ষ্যে এদিন বিশেষ একটি পোস্ট করলেনܫ কাজল। টুইটারে তিনি ইশক ছবির একটি পোস্টার শেয়ার করেন। আর বউয়ের সেই পোস্টে স্মৃতি হাতড়ে কী লিখলেন অজয় দেবগন?
কাজল ইশক নিয়ে কী লিখলেন?
ইশক ছবিটিতে আমির খান, জুহি চাওলা, অজয় দেবগ🐓ন, কাজল ছিলেন। সেই ছবিটির মুক্তির পর ২𒊎৬ বছর কেটে গেল। সেই উপলক্ষ্যে এদিন একটি পোস্ট করেন কাজল। তিনি ইশক ছবির যে পোস্টার এদিন শেয়ার করেছেন সেখানে তাঁদের চারজনকেই মাটিতে শুয়ে পোজ দিতে দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'সুইজারল্যান্ডের পাহাড় চড়ার শেষে এই ছবিটি তোলা। আমাদের দেখে বুঝতে পারছেন তো যে আমরা কতটা ক্লান্ত আর মনে মনে বলছি সূর্য এত দেরি করে কেন অস্ত যায় এখানে?'
আরও পড়ুন: ജ'না কেঁদেও এভাবে..' প🌠রমপিয়ার বিয়ের রাতে 'আলাদা আলাদা' গাইলেন অনুপম, লোকালেন চোখের জল
কাজল তাঁর এই পোস্টে অন্যান্য অভিনেতাদের মেনশন করেন, সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার ক🐽রে লেখেন, সুইজারল্যান্ডের পাহাড়, ইশক, ইশকের ২৬ বছর। বউয়ের এই পোস্ট শেয়ার করেন খোদ অজয় দেবগন। তিনি এটি শেয়ার করে লেখেন, 'এটাই সেই ছবি না যেখানে আমি তোমায় তোমার আং🎶টি দিয়েই প্রপোজ করেছিলাম?'
ইশক ছবির প্রসঙ্গে
এটি এক⛄টি রোম্যান্টিক কমেডি ড্রামা ঘরানার ছবি। এটির পরিচালনা করেছিলেন ইন্দ্র কুমা꧅র। আমির খান, জুহি চাওলা, অজয় দেবগন, কাজল ছাড়াও এখানে ছিলেন দলিপ তাহিল, জনি লিভার, মহান যোশী, প্রমুখ। ১৯৯৭ সালের ২৮ নভেম্বর মুক্তি পেয়েছিল এই ছবিটি, সেই বছরের তৃতীয় সব থেকে বেশ আয় করা ছবি ছিল ইশক। বিশ্বজুড়ে ছবিটি ৫০০ মিলিয়ন টাকা আয় করেছিল।
কাজল-অজয়
১৯৯৭ ༒সালে ইশক ছবির সেটে কাজলকে প্রপোজ করলেও অজয় এবং কাজল ১৯৯৯ সালে গাঁꦬটছড়া বাঁধেন। তাঁদের একটি মেয়ে আছে, নায়সা দেবগন।