প্রথম দিনের তুলনায় দ্বিতীয়𓆉 দিনে এক ধাক্কায় অনেকটা কমল কল্কি ২৮৯৮ এডি ছবির আয়। তবুও দুই দিনে এই ছবির আয় প্রায় ১৫০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। শুক্রবার বক্স অফিসে কত কোটির ব্যবসা করল প্রভাস দীপিকার ছবি?
আরও পড়ুন: 'যে খাবা𒅌রগুলো কেউ খেত না...' অতিথিদের বাসি খাবার খেত𝄹ে দেন! গোমাংসের পর ফের বিতর্কে জড়ালেন সুদীপা
আরও পড়ুন: আম্বানিদের বাড়ির ꦺনৈশভোজে হাজির মোহন ভগবৎ, বিয়ের আগে RSS প্রধান𒉰ের পা ছুঁয়ে প্রণাম অনন্তের
কল্কি ২৮৯৮ এডি
গত বৃহস্পতিবার অর্থাৎ ২৭ জুন মুক্তি পেয়েছে কল্কি ২৮৯৮ এডি। এই সায়েন্স ফিকশন ছবিটি প্রথম দিনেই পไ্রায় ১০০ কোটির ব্যবসা করে ফেলেছিল ভারতীয় বক্স অফিসে। তবে দ্বিতীয় দিন আসতেই এক ধাক্কায় প্রায় ৪৪ শতাংশ আয় কমল। যদিও দুই দিনে কল্কি ২৮৯৮ এডি প্রায় ১৫০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে ফেলেছে।
এদিন সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে কল্কি ২৮৯৮ এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই ছবিটি ২৪ কোটি টাকা আয🙈় করেছে। দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে এই ছবিটি মোট ৫৪ কোটি টাকার ব্যবসা করেছে। এর🔴 মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ টাকার ব্যবসা দিয়েছে তেলুগু ভার্সন। হিন্দিতে এই ছবিটি ২২ কোটি ৫০ লাখের ব্যবসা করেছে এদিন। ফলে বর্তমানে দুই দিনে ভারতীয় বক্স অফিসে কল্কি ২৮৯৮ এডি ছবিটির মূল আয় গিয়ে দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ টাকায়।
আরও পড়ুন: বৃষ্টি না এল🦄েও অবশেষে এপার বাংলায় আসছে 'তুফান'! দেশে কব🎃ে মুক্তি পাচ্ছে শাকিব - মিমির ছবি?
কল্কি ২৮৯৮ এডি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি♈, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। জানা গিয়েছে ইতিমধ্যেই (বৃহস্পতিবার পর্যন্ত) এই ছবির ১৯ লাখ টিকিট দেশজুড়ে বিক্রি হয়েছে। তেলুগু ভাষাতেই কেবল ১৫ লাখ টিকিট বিক্রি গিয়েছে। অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে ছবিটি ৫০ কোটি টাকা আয় করে ফেলেছে বলেই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।