বিগত কয়েক মাস ধরেই জটিলতায় জর্জরিত ছিল কঙ্গনা রানাওয়াত অভিনীত, পরিচালিত এবং প্রযোজিত ছবি ইমারজেন্সি🅷। পাচ্ছিল না সেন্সর বোর্ডের ছাড়পত্র। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে গ্রিন সিগন্যাল পেল এই ছবি। সুখবর দিলেন খোদ অভিনে༺ত্রী। ঘোষণা করলেন নাকি মুক্তির দিন?
আরও পড়ুন: শুনেছি, আপনি জেলে বসেও জুম কল করছেন', লরেন্স বিষ্ণোইকে আলাপচারিতার আমন্ত্রণ সলমন🎀ের প্রাক্তন সোমির
কী জানালেন কঙ্গনা রানাওয়াত?
বিজেপি সাংসদ, কঙ্গনা রানাওয়াত এদিন একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। সেখানেই তিনি জানান যে তাঁদের ছবি ইমারজেন্সি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এই খবর দিয়ে তিনি লেখেন, 'আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের ছবি ইমারজেন্সির জন্য সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়ে গিয়েছি। শীঘ্রই মুক্তির দিন ঘোষণা করা হবে। ধন্যবাদ আপনাদের ধৈর্য🅺 এবং সাপোর্টের জন্য।'
প্রসঙ্গত কিছু মাস আগে এই ছবির সহ প্রযোজক জি এন্টারটেইনমেন্টের তরফে মামলা করা হয় যে ইচ্ছাকৃত ভাবে এই ছবিকে সেন্সর বোর্ড সার্টিফিকেট দিচ্ছে না যাতে বিজেপি শিখদের ভোট না হারায়। যদিও 🃏সেন্সর বোর্ডের তরফে জানানো হয় এই ছবিতে এমন কিছু অংশ আছে যা নতুন করে সমস্যা তৈরি করতে পারে। অবশেষে শেষ শুনানিতে সেন্সর বোর্ডের তরফে জানানো হয় ছবির নির্মাতারা যদি বেশ কিছু দৃশ্য কেটে বাদ দেন তাহলে এই ছবিকে তাঁরা ছাড়পত্র দেবেন। তাতেই রাজি হন নির্মাতারা। অবশেষে সেই সমস্ত জটিলতা কাটিয়ে ছাড়পত্র পেল এই ছবি।
ইমারজেন্সি ছবি প্রসঙ্গে
ইমারজেন্সি ছবিটির পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। ⛄প্রযোজনাও করেছেন তিনি। ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে তাঁকেই। স⛄ঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনুপম খের, প্রয়াত সতীশ কৌশিক, প্রমুখ। এই ছবিতে উঠে আসবে ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থা সময়ের কথা।