চড়-কাণ্ড নিয়ে কঙ্গনা রানাওয়াতকে ঘিরে এখনও উত্তাল স্যোশাল মিডিয়া। বিজেপির প্রার্থী হিসেবে সম্প্রতি মান্ডি লোকসভা কেন্দ্র থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন অভিনেতা। তিনি এবং বিতর্ক সমার্থক। কিন্তু তাঁর অভিনয় নিঃসন্দেহে মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের🐼। অভিনেত্রী হিসেবে কঙ্গনা জীবন খুব একটা সহজ ছিল না। আর তা এই নিয়ে মাঝে মধ্যেই নায়িকাকে কথা বলতে শোনা যায়। তেমনই একবার কঙ্গনা জানিয়েছিলেন, তিনি 'ফ্যাশন'-এ অভিনয়ই করতে♎ই চাননি।
'ফ্যাশন'-এ কাজ না করা নিয়ে কঙ্গনা কী বলেছিলেন?
কঙ্গনা 'দ্য অনুপম খের শো'-এ
অনুপম খেরকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান তিনি 'ফ্যাশন' ছবিতে কাজ করতে চাননি প্রথমে। কিন্তু পড়ে এই ছবি তাঁকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। এ প্রসঙ্গে নায়িকা বলেন, 'আমি প্রথম যখন 'ফ্যাশন'-এর জন্য অফার পাই তখন এই ছবিতে কাজ করতেই চাইছিলাম না। কারণ, তার আগে যে সমস্ত ছবি করেছি যেমন 'গ্যাংস্টার', 'কুইন' সেখান🍌ে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। তবে এই ছবিতে আমার চরিত্রটি সে রকম ছিল না, তা ছাড়া আমার রোলটাও খুব ছোট ছিল। কিন্তু পড়ে যখন চরিত্রটার গুরুত্ব🔯 বুঝতে পারি, তারপর সেটা নিয়ে কাজ করা শুরু করি। এই চরিত্রটা করতে গিয়ে আমাকে খুব কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে।'
আরও পড়ুন: ‘অমিতাভ বচ্চনের পরে আমি♓ই…’! নিজের বক্তব্য থেক🅠ে এখনও নড়তে নারাজ কঙ্গনা
কী ভাবে এই চরিত্রের জন্য তিনি নিজেকে তৈরি করেছিলেন সে কথাও জানান নায়িকা। তিনি বলেন, 'বাড়িতে হিল জুতো পড়ে র্যাম্পে কীভাবে হাঁটতে হয় তা অনুশীলন করতাম। ড্রাগ অ্যাডিক্টের যে সিনগুলো ছিল সেগুলো বারবার রিহার্সাল করতাম। কীভাবে সিগারেট খেলে বা কোকেন নেওয়ার সিনগুলো করলে পর্দায় আরও জীবন্ত হয়ে উঠবে এই চরিত্রটা সেটা নিয়ে ভাবতাম, বিভিন্নভাবে চেষ্টা করতাম। নেশা করার পর মানুষের মধ্যে কী ধরনের পরিবর্তন আসে বা তাঁরা কী রকম আচরণ করেন সবট🥀া নিয়ে রিসার্চ করতে হয়েছিল তখন। এমন কী নেশাগ্রস্ত মানুষদের সঙ্গে মিশে তাঁদের মনস্তত্তꦗ্বটাও বোঝার চেষ্টা করেছিলাম। তাঁরা কী ধরনের আচরণ করেন, বা নেশার শুরুতে যেমনটা থাকে অতিরিক্ত নেশা হয়ে গেলে সেই আচরণ আসে অনেকটা পরিবর্তন সেই বিষয়গুলোকেও পর্যবেক্ষণ করতাম এবং সবটা নিয়ে প্রচুর খাটতাম। কিন্তু এতটা পরিশ্রম তখন করে ছিলাম কারণ কোথাও গিয়ে আমার মনে হয়েছিল এটাই আমার শেষ সুযোগ। 'গ্যাংস্টার'-এর পর আমি যে ধরনের ছবিতে কাজ করেছিলাম, তাতে আমার ক্যারিয়ারের গ্রাফ নীচের দিকেই নামতে থাকছিল।'
আরও পড়ুন: 'রাজনীতি, অভিনয়ের তুলনায় বেশ কঠিন…' চড়-কাণ্ডের পর সুর🦹 বদলে গ🃏েল নাকি ‘ঝাঁসির রানি’ কঙ্গনার!
তাঁর এই কথায় অনুপম খের নায়িকার জাতীয় পুরস্কারের প্রসঙ্গ তুললে, কঙ্গনা বলেন, 'হ্যাঁ যে ছবি প্রথমে করতেই চাইনি সেই ছবির জন্য আমি জাতীয় পুরস্কার পাই। ২০০৮ সালে ফ্যাশন আসে এ�🎃�বং এটা আমার জীবনের একটা মোর ঘোরানো ছবি।
প্রসঙ্গত, মান্ডি লোকসভা কেন্দ্༺র থেকে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করে ক♒ঙ্গনা কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে ৭৪,৭৫৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে। বর্তমানে তিনি একজন সাংসদ।