অবিরাম বৃষ্টি আর ভূমিধসে ক্রমাগত পরি🥂স্থিতি আরও কঠিন হয়ে উঠছে হিমাচলপ্রদেশ আর উত্তরাখণ্ডে। প্রকৃতি যেন সেখানে তাণ্ডবলীলা চালাচ্ছে। সকলের প্রিয় পর্যটন কেন্দ্র সিমলা, কুলু মানালির, দুর্যোগের ছবি দেখে আঁতকে উঠছে দেশের অন্যান্য প্রান্তের মানুষ। বন্যায় ভেসে যাচ্ছে, রাস্তাঘাট, ঘরবাড়ি, জলের তলায় তলিয়ে যাচ্ছে বড় বড় বাড়িও। শুধুমাত্র হিমাচলেই মৃতের সংখ্যা পৌঁছেছে ৭🐓১, নিখোঁজ বহু। সিমলা সংলগ্ন গ্রীষ্মকালীন পাহাড়, ফাগলি এবং কৃষ্ণ নগর। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করলেন পাহাড়ি কন্যে কঙ্গনা রানওয়াত।
কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হিমাচল প্রদেশের মানুষ বিরল বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন। ভারী বর্ষণ এবং বন্যা পরিস্থিতির যেন কোনও উন্নতি হচ্ছে না। পাহাড়গুলি ধসে পড়ছে।ꦓ এখন কয়েকদি♈ন ধরে কোনও বিদ্যুৎ সংযোগ নেই, জল নেই, পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে ...। আমার হৃদয় পাহাড়ের মানুষের সঙ্গেই রয়েছে... এবং আমি তাঁদের সুস্থতার জন্য কামনা করছি।’
আরও পড়ুন-Gadar 2 vs OMG 2: বক্স অফিসে একইঙ্গে সফল Gadar 2 🐷ও OMG 2, গদরের গান গেয়ে🤪 অক্ষয় লিখলেন…