𝓡গত কয়েকদিন ধরেই টুইটারে ট্রেন্ড করছে ‘বয়কট লাল সিং চাড্ডা’। ২০১৫ সালে এক সাংবাদিক সম্মেলনে আমির খানকে বলত🦂ে শোনা গিয়েছিল, খবরের কাগজ পড়ে এবং টিভি দেখে তিনি আতঙ্কিত। দেশ জুড়ে অসিহষ্ণুতার পরিবেশ নিয়ে ভীত তাঁর স্ত্রী কিরণ রাও-ও (তৎকালীন)। বস্তুত কিরণ এবং তিনি এতটাই আতঙ্কিত যে দেশ ছেড়ে চলে যেতে চাইছেন ছেলেকে নিয়ে।
‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে আমিরের এই মন্তব্যের রেশই ফের কার্যকর হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেট-নাগরিকরা লিখতে শুরু করেছেন, ভারত দেশকে যখন এতই অপছন্দ তাহলে কেন এখানে নিজের ছবি মুক্তি দিচ্ছেন! সঙ্গে জোরদার চলছে সিনেমা বয়কট করার ডাক। আমির খান ইতিমধ্যেই আবেদন করেছেন, তাঁকে সবাই ভুল বুঝছে। সঙ্গে অনুরোধ করেছেন যেন সকলে সিনেমা হলে দেখতে যায় লাল সিং চাড্ডা। আরও পড়ুন: আমির-আলিয়া-রণবীররা কেমন সেক্স করেন? করণ জোহরের মুখ হাঁ হয়ে♒ছিল উত্তর শুনে
এইবার আমিরের বিরুদ্ধে চলা এই ক্যাম্পেন নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। এই নিয়ে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। আপাতত তা নিয়েই চলছে চর্চা। ‘কুইন’ নায়িকার দাবি এই পরিস্থিতি তৈরির পিছনে আমিরেরই হাত রয়েছে এবং এই নেতিবাচক পরিস্থিতি তৈরির মাস্টারমাইন্ডও তিনিই। আরও পড়ুন: ‘স্বামী তালাক না দিয়ে বিয়ে করলে কেউ আসে না’, জবাব শিবের গান গাওয়া মুসলিম গ𝔍ায়িকার
কঙ্গনা ইনস্টাগ্রামে লিখলেন, ‘আমার বিশ্বাস এই যে লাল সিং চাড্ডা ঘিরে এত বিতর্ক এসব আমির নিজেই তৈরি করেছে। এই বছর কোনও সিনেমাই চলেনি (একটা কমেডি ছবির সিক্যুয়েল ছাড়া), একমাত্র দক্ষিণী ছবি সাফল্য পেয়েছে। আর সেখানে হলিউড রিমেক তো ব্যবসা করতেই পারবে না। হিন্দি সিনেমাকে বুঝতে হবে দর্শক কী চাইছে! আমির খান হিন্দু ফোবিক পিকে বানাক বা ভারতকে অসহিষ্ণু বলুক, নিজের জীব𓂃নের সেরা ছবি তিনি দিয়েই দিয়েছেন। তাই এগুলো বন্ধ করুন। এর ফলে ওদের বাজে অভিনয় আর বাজে ছবিই প্রচার পায়।’
প্রসঙ্গত, হলিউড ছবি ফরেস্ট গাম্প-এর রিমেক ‘লাল সিং চাড্ডা’। অভিনয় করেছএন আমির খান আর করিনা কাপুর। করোনা আর লকডাউনের কা𝕴রণে বারবার পিছিয়েছে ছবির মুক্তি। ১১ অগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ছবির মুক্তি পাওয়ার কথা।