কার কাছে কই মনের কথা ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে একদিকে পরাগ যেমন দ𝐆ুর্ঘটনার পরে স্মৃতি হারিয়ে বাড়ি ফিরে এসেছে, তেমনই জেল থেকে ছাড়া পেয়ে শ্বশুর বাড়ি ফিরেছে প্রতীক্ষা। আর ফিরেই শাশুড়ির ব্রেন ওয়াশ করা থেকে শুরু করে নানা পরিকল্পনা করা শুরু করে দিয়েছে। কিন্তু এত সবের মধ্যে কি সত্যিই পরাগের স্মৃতি হারিয়েছে?
ন꧟া, পরাগের স্মৃতি হারায়নি। বরং তার সবই মনে আছে। কিন্তু কে বা কারা তার পরিবারের ক্ষতি করতে চায় সেটা ধরার জন্যই সে এই অভিনয়টা করছে। নিজের মনে সেই কথা জানায় পরাগ। আর তখনই তার ঘরে পলাশ আর তার স্ত্রী ঢোকে। প্রথমে আবারও শিমুলের বিরুদ্ধে পরাগকে উসকাতে চায় তারা। কিন্তু যেই দেখল পরাগের কিছু মনে নেই তখন তারা পরাগের থেকে সম্পত্তি লিখিয়ে নেওয়ার পরিকল্পনার কথা বলে ফেলে। একই সঙ্গে প্রতীক্ষা জানায় তারা এবার আর পরাগের ক্ষতি করবে না কারণ পরাগের আর ক্ষমতা নেই। তবে শিমুলকে এবার তারা মেরে ফেলবে। আর এই সমস্ত কিছুই বুদ্ধি করে পরাগ রেকর্ড করে ফেলে। কিন্তু কীভাবে শিমুলকে খুন করবে তারা সেই পরিকল্পনা এখনই প্রকাশ্যে আসে না।
পরে শিমুল যখন পরাগের ঘরে আসে তখন আকার ইঙ্গিতে পরাগ তাকে বুঝিয়ে দেয় তার বিপদ। যেন সাবধানে থাকে। একই সঙ্গে বলে ভ♋াইরা ভালো নয়। এরপর কী হয় সেট♎াই দেখার!
আরও পড়ুন: 'প্রথমেই না করে দেয়...' ফিল্মি কায়দায় প্রোপোজ, রিজেকশনের পরে🍎ও কী করে জমলো স্বর্ণ - অর্পিতার প্রেম?
কার কাছে কই মনের কথা আপডেট
কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি এতদিন সন্ধে সাড়ে♌ ছয়টা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সময় বদলেছে এই সিরিয়ালের। এখন এটি রাত সাড়ে নয়টা থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হয়।