‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ পর্দায় দাপিয়ে ব্যবসা করছে। এই ছবিতে অভিনয় করেছেন বেশ কয়েক জন বাঙালি অভিনেতা-অভিনেত্রী। তবে তাঁদের মধ্যে বাঙালিদের কাছে খুব স্পেশাল টোটা রায়চৌধুরী। তাঁর অভিনಌয় এবং বিশেষ করে একটি নাচের দৃশ্য দর্শকদের মন জয় করে নিয়েছে। এবার করণ জোহর জানালেন, কীভাবে টোটা অভিনীত চ🔯রিত্রটির কথা তিনি ভেবেছন। বললেন, এটি আসলে তাঁর নিজের আদলে তৈরি।
(আরও পড়ুন: রকি-রানির দাদাগিরি দেখতে সিনেমাহলে খোদ দাদা! সৌর🌳ভের সঙ্গে𒈔 গেলেন কে)
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মাধ্যমে পরিচালক হিসাবে ফিরে এসেছেন করণ। প্রায় ৭ বছর পরে তাঁকে আবার এই ভূমিকায় দেখা গিয়েছে। ছবিতে রণবীর সিং, আলিয়া ভাটের মতো তাবড় তারকা রয়েছেন। এই ছবিতে টোটা রায়চৌধুরীকে দেখা গিয়েছে আলিয়ার চরিত্রটির বাবার ভূমিকায় অভিনয় করতে। যে চরিত্রটি একজন পেশাদার কত্থক শিল্পীর। মঞ্চে এই নাচটি নাচার পর থেকে ত๊াকে নানা ধরনের অপমানের মুখে পড়তে হয়েছে। তার কারণ অনেকেরই ধারণা, কত্থক একটি মেয়েলি নাচ। সেই চরিত্রটিই সব অপমানের জবাব দিয়ে দেয়, যখন তার হবু জামাই (রণবীর অভিনীত চরিত্রটি) তার সঙ্গে কত্থক নাচের ক্লাসে যোগ দেয়। এবং মঞ্চে একসঙ্গে নাচে। এই ছবিতে ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গে টোটা এবং রণবীরকে নাচতে দেখা গিয়েছে। আর সেই নাচটি মারাত্মক জনপ্রিয় হয়েছে দর্শক মহলে।
(আরও পড়ুন: RARKPK নিয়ে লম্বা পোস্ট অ♎নুরাগ কাশ্যপের, করণকে নিয়ে কথা বলতেও ছাড়লেন না)
টোটা অভিনীত এহেন চরিত্রটি নিয়েই মন্তব্য করেছেন করণ জোহর। এক সংবাদমাধ্যমকে দেওযা সাক্ষাৎকারে করণ বলেছেন, ‘এটি পুরোটাই আমি ব্যক্তিগত ভাবে কী বিশ্বাস করি, তার উপর নির্ভর করছে। যখন ছো🌳ট ছিলাম♐, আমিও তথাকথিত ভাবে খুব মেয়েলি ছিলাম। আমি হিন্দি গানের সঙ্গে নিজের ঘরে নাচতাম।’ করণ জানিয়েছেন, তাঁর বাবা যশ জোহর কোনও দিন এটি খারাপ ভাবে নেননি। বরং ‘ডফলি ওয়ালে’ গানের সঙ্গে তাঁর নাচ দেখে বাবা প্রশংসাই করেন। ‘আমার বাবা আমার নাচ মন দিয়ে দেখতেন। তালি দিয়ে উৎসাহ দিতেন। যখন বাড়িতে আমার বা বাবার বন্ধুরা আসতেন, বাবা বলত, করণ সবাইকে ওই নাচটা করে দেখাও। এই সময়ে কেউই আমায় বলেননি এর মধ্যে ভুল কিছু ছিল। তাই আমিও এর পরে আস্তে আস্তে বড় হই এটা ধরে নিয়েই যে, এর মধ্যে কোনও কিছু ভুল নেই। কিন্তু কলেজে যাওয়ার পরে বুঝতে পারি, আমি যা ভাবছি, তা ঠিক নয়। সকলে আমার এই পছন্দের বিষয়টি দেখে হাসতে পারে।’