বাবার জন্মদিন সন্তানের কাছে🤪 সবসময়ই স্পেশাল, তা সে যত বড় সেলেবই হয়ে যাক না কেন? পরিচালক করণ জোহরের ক্ষেত্রেও তার অন্যথা নয়। বাবা যশ জোহরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন তিনি। চলচ্চিত্র নির্মাতা প্রয়াত চলচ্চিত্র প্রযোজককে উত্সর্গ করে একটি𒅌 ইনস্টাগ্রাম পোস্ট লিখেছেন। পুরনো ছবি শেয়ার করে করণ তাঁর বাবাকে তাঁর ‘গাইডিং লাইট’ (পথপ্রদর্শক) বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন: (ফল কিংবা সবজি, গোটা খাওয়া ভালো নাকি রস করে? উত্তর দিলেন পুষ্টিবಌিদ)
যশ জোহরকে আবেগঘন পোস্ট উৎসর্গ করলেন করণ জোহর
শৈশব থেকে যৌবনের দিনগুলি পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন পরিচালক। ক্যাপশনে তিনি লেখেন, 'বাবার জন্মদিন উপলক্ষে আজ এখানে শেয়ার করার জন্য কয়েক মুহূর্তের নস্টালজিয়া চুরি করলাম... ১.পারিবারিক আলিঙ্গনের একটি দ্রুত মুহূর্ত ... এমন কিছু যা আপনারা আমার পরিবারকে প্রচুর পরিমাণে খুঁজে পেতে পারেন, তাঁকে ধন্যবাদ ২. আমার ৩০তম জন্মদিন!! আমি আমার ছবিটি পরিচালনা করেছি এবং এটি বিশ্বের বাইরে ছিল ... এবং আমি মনে করি আমার বাবা গর্বিত ছিলেন (হার্ট ইমোজি) ৩. যেমনটা বললাম... প্রাচুর্যপূর্ণ! ৪. তাঁর সঙ্গে মঞ্চে শেয়ার করা একটি মুহূর্ত... আমার মন ও হৃদ🅘য়ে গেঁথে আছে! প্রতিদিন তোমাকে মিস করি বাবা, আজ অবধি আমার জন্য সবচেয়ে উজ্জ্বল পথপ্রদর্শক হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
আরও পড়ুন: (বেশি কফি খেয়ে ক্ষতি করছেন না, বরং দীর্ঘজীবী হচ♛্ছেন, কীভাবে জানেন)
করণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফারাহ খান মন্তব্য করেছেন, 'মিস হিম কারু (হার্ট ইমোজি)। সাবা আলি খান পতৌদি লিখেছেন, ‘উনি সব স💧ময় আছেন। যেমন আব্বা (হার্ট ইমোজি) তৃতীয় ছবিতে আপনাকে অনেকটা যশের মতো লাগছে (হার্ট শেপড আই ইমোজি)। সিকান্দার খের মন্তব্য করেছেন, ’যশ চাচা! সব ভালোবাসা সবসময়... কি চমৎকার দয়ালু মানুষ... খুব কম লোকই তাঁর মতো তৈরি হয়েছিল... করণকে জড়িয়ে ধরে.. এবং শুভ জন্মদিন (হার্ট ইমোজি)। দিয়া মির্জা লিখেছেন, 'যশজি, ইন্ডাস্ট্রিতে আমার দেখা সবচেয়ে নম্র, দয়ালু এবং ভদ্র মানুষদের একজন। তাঁকে (হার্ট ইমোজি) সবসময় মনে রাখব।
করণ যশ ও হিরু যশ জোহরের ছেলে। 🔜চলচ্চিত্র নির্মাতা তাঁর প্রয়াত বাবার নামে ছেলের নাম যশ রেখেছেন।
আরও পড়ুন: (প্যানিক অ্যাটাক, কখন এটির 𝓰সম্মুখীন হতেꦬ পারেন? লক্ষণগুলি জেনে নিন)