গান গাইতে দারুণ পছন্দ করেন করণ জোহর-এর পুত্র যশ। যখন তখন আপন খেয়ালে চিৎকার করে গেয়ে ওঠে সে। তবে সত্যি বলতে কী, সে সত্যি ভালো গান গায় এমনটা বলতে করণের নিজেরই আপত্তি রয়েছে। 'হুনারবাজ' এর সেটে নিজের ছেলের গানে🌳র প্রসঙ্গে কথা বলতে শোনা গেল করণকে। সম্প্রতি, চ্যানেল কর্তৃপক্ষের তরফে শো-এর একটি এপিসোডের প্রমো আপলোড করা হয়েছে।
ঘটনার সূত্রপাত যখন এই নয়া ট্যালেন্ট হান্ট শো-এর মাঝে পঙ্কজ উদাসের গাওয়া 'চিটঠি আয়ি হ্যায়' গানখানা গাইতে শুরু করলেন বিচারকের আসনে বসেই। প্রায় তিন দশক আগে সঞ্জয় দত্ত অভিনীত ছবি 'নাম' এর অন্যতম জনপ্রিয় এই গান আজও গুনগুন করে গেয়ে ওঠেন বহু মানুষ। এতটাই এই🤡 গানের জনপ্রিয়তা। যাই হোক, করণের গাওয়া গানের সুর-তাল-লয় কোনওটাই যে জায়গায় মত বসছিল না তা টের পাওয়া গেল শো-এর শ বিচারক মিঠুন চক্রবর্তী এবং পরিণীতি চোপড়ার হাবভাব দেখে ও মন্তব্য শুনে। করণের পিছনে লেগে মিঠুন তো বলেই উঠলেন, 'উঃ কী আবেগ।' শোনার পর খানিক লজ্জা পেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মজাদার ভঙ্গিমায় গান চালিয়ে যেতে দেখ🔴া গেল বলিপাড়ার এই বিখ্যাত পরিচালক-প্রযোজকের।
ছাড়লেন না পরꩲিণীতিও। 'যেদিন থেকে দুই সন্তানের বাবা হয়েছ, সেদিন থেকে তানসেন-এ রূপান্তরিত হয়ে গিয়েছ তুমি।' শেষমেশ আর না পেরে করণ বলে উঠলেন, 'কেউ আমার গান বুঝবে না।' শোনামাত্রই ফুট কাটলেন মিঠুন, 'না, মোটেই তা নয়। আসলে, তোর গান বোঝারই ইচ্ছে নেই কারও।' এরপরই করণ বললেন তিনি শুধু নিজেই হেঁড়ে গলায় গান না , এমনটা নয়। তাঁর একরত্তি ছেলে যশ-ও যখন তখন চিৎকার করে গেয়ে ওঠে। সেসব শুনে বিরক্ত হলেও ছেল𝔉েকে নিরস্ত করতে পারেন না করণ।
ছেলে যশ-এর গান গাওয়ার প্রসঙ্গে করণের সংযোজন, 'ও তো নিজেকে তানসেন-এর বাপ্ বলে মনে করে।' প্রশ্ন ওঠে করণের মেয়ে রুহি কেমন গান গায়? 'ও আরও খারাপ গায়। তবে কপাল ভালো রুহি মোটেই গান-টান গেয়ে ওঠে না। বরং অন্যদের গান গাইতে উৎসাহ দ🧜েয়', হাসতে হাসতে জবাব করণের।