করণ জোহরের সিনেমা মানেই ঝাঁ চকচকে সেট, বড়লোক ফ্যামিলি, বিদেশি পরিবারে, প্রাইভেট জেট… এক কথায়, দর্শকদের ধারণাই আছে বড়লোকদের জন্য সিনেমা বানান করণ।ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সাফল্যের পর করণ ব্যস্ত রয়েছেন তাঁর প্রযোজনায় অ্যাকশন থ্রিলার ‘কিল’-এর প্রচারে। সম্প্রতি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (TIFF) ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ছবিখানার। আর সেই ছবির প্রচারেই করণ জোহর জানালেন, তিনি এই মিথ ভাঙতে চান যে তিনি শুধু ‘বড়লোক’দের নিয়ে ছবি বানান।
করণ জোহর সাধারণত যে ধরনের সিনেমা বানান, তার থেকে একেবারেই আলাদা কিল। হঠাৎ কেন থ্রিলার বানানোর দিকে ঝুঁকলেন তিনি? যাতে করণের জবাব, ‘আমি এই ধারণা ভাঙার চেষ্টা করছি যে, ধর্ম প্রোডাকশন মানেই শুধু 'ওহ আপনি কেবল পারিবারিক চলচ্চিত্র বানাবেন' বা 'আপনি কেবল এনআরআই-বান্ধব ছবি বানাবেন...' ‘ধনী ব্যক্তিদের’ নিয়ে সিনেমা বানানো হবে। এটা সত্যিই হাস্যকর যে আমাদের একটা স্লটে ফেলা দেওয়া হচ্ছে।’ আরও পড়ুন: ‘♌জওয়ান’-এর গুঁতোতেও থমকে নেই ‘গদর ২’! সানি-আমিশার ছবি ৩৫ দিনে কত আয় করল?
‘একটি নির্দিষ্ট ধারণাতে যেন আমি চাপা পড়ে গিয়েছি। আমার নাম যদি করণ কাশ্যপ হত, তাহলে হয়তো একটা নির্দিষ্ট শ্রেণির মানুষ আমার সঙ্গে বেশি কানেক্ট করতে পারত। যেন আমার নিজের নামই আমাকে ধ্বংস করে দিয়েছে।’, আরও বলেন করণ জোহর। বলে রাখা ভালো, অন্ধকার জগতকে ঘিরে একাধিক সিনেমা বানিয়েছেন অনুরাগ কাশ্যপ। ব্ল্যাক ফ্রাইডে, দেব ডি, গ্যাংস অফ ওয়াসেপুর-এর মতো সিনেমা বানিয়েছেন। মজার বিষয় হল, করণ জোহর অনুরাগ কাশ্যপের ‘বোম্বে ভেলভেট’ (২০১৩) ছবি দিয়ে অভিনয়ে ডেবিউ করেন। যদিও খুব একটা প্রশংসিত হননি অভিনেতা করণ জোহর। আরও পড়ুন: ‘জল থই থই ভালোবাসা’য় প্রচুর টাকা নিচ্ছেন? পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন অপর🧔াজিতা