ছোট পর্দা হোক বা বড় পর্দা, সর্বত্রই ভারতের প্রথম সুপারহিরো শক্তিমানকে নিয়ে চর্চা জারি। কিছুদিন আগেই খোদ মুকেশ খান্না জানিয়েছেন তিনি শক্তিমান নিয়ে ফিরছেন ছোট পর্দায়। আর তার মধ্যেই বড় পর্দার শক্তিমান নিয়ে শুরু হল চর্চা। এতদিন কানাঘুষোয় শোনা যাচ্ছিল রণবীর সিংকে দেখা যাবে সেই চরিত্রে। কখনও শোনা যাচ্ছিল টাইগার শ্রফকেও দেখা যেতে পারে। এবার জানা গেল, নাꦓ তাঁদের দুজনের কেউই নন। বরং বিটাউনের আরেক হ্যান্ডসাম হাঙ্ককে দেখা যাবে এই চরিত্রে। কাকে? গুঞ্জন অনুযায়ী কার্তিক আরিয়ানকে।
আরও পড়ুন: হারানো সময়ের পারিবারিক গল্পে♓ বিক্রমের মুখোমুখি দেবল♋ীনা, পরিচালনায় তথাগত
আরও পড়ুন: বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দ🥀িলেন রূপসা - সায়নদীপ! কবে আসছে সন্তান?
কী জানা গেল শক্তিমান সম্পর্কে?
গুঞ্জন অনুযায়ী কার্তিক আরিয়ানের কাছে শক্তিমান ছবিটির প্রস্তাব দেওয়া হয়েছে। এবং তিনি এই বিষয়ে𝓰 ভাবছেন বলেই জানা গিয়েছে। বলাই বাহুল্য বর্তমানে তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গে। মহিলাদের ক্রাশ থেকে শুরু করে খুদেদের আইকন তিনি। ফলে তাঁর ছবি হলে আসা মানেই বিপুল সংখ্যক দর্শকের হলে আসা। আর তিনি যদি এই চরিত্র করতে রাজি হন তাহলে তাঁকে এই প্রথমবারের জন্য কোনও সুপারহিরোর চরিত্রে দেখা যাবে।
তবে এꦐই খবরে কিন্তু মোটেই খুশি নন অভিনেতার অনুরাগীরা। তাঁদের কথায় এই প্রজেক্টে কাজ করার অর্থ নিজের কেরিয়ার নিজের হাতে শেষ করে দেওয়া। আত্মহত্যার সমান। কেউ আবার জানিয়েছেন এই খবরের সত্যতা কতটা সেটা এখনও নিশ্চিত নয়, কিন্তু যদি সত্যি হয় তাহলে এই ভুল কার্তিকের মোটেই করা উচিত না। তাঁদের মতে মুকেশ খান্না অতিরিক্ত গোড়া, তিনি সেই ৯০ এর দশকের ধ্যান ধারণা থেকে এখনও বেরোতে পারেননি। সেখানে তিনিই গোটা বিষয়টা যখন নিয়ন্ত্রণ করবেন তখন সেটা নেহাত বালখিল্য ছাড়া কিছুই হౠবে না বলে অভিমত নেটিজেনদের।
তবে নেতিবাচক মন্তব্য যেমন এক গুঞ্জনকে ঘিরে যেমন শোনা গিয়েছে, তেমনি অনেকে মনে করেছেন কার্তিক আরিয়ানকে এই সময় শক্তিমান বানানো হলে তাঁর জনপ্রিয়তার কারণেই ছবিটি হিট হবে। একই সঙ্গে কার্তিকের মধ্যে💃 সেই চার্ম আছে বলেও তাঁরা জানিয়েছেন। রণবীরের থেকে কার্তিককে অনেকেই ܫএই বিষয়ে এগিয়ে রেখেছেন।
কিন্তু গুঞ্জন যাই হোক, বাস্তবে কাকে শক্তিমানের চরিত্র বড় পর্দায় দেখা যাবে অবশেষে সেটা সময়ই বলবে। তবে আশার কথা এই যে ৯০ এর দশকের বাচ্চা যাঁরা তাঁদের 🌄কাছে বড় পাওনা হিসেবে শক্তিমান OG ছোট পর্দায় ফিরছেন, তাও শীঘ্রই।