বছর শেষে মন খারাপ করা খবর টেলিপাড়ায়। চলে গেলেন বাংলা সিরিয়ালের অতি পরিচিত ম꧑ুখ কিংশুক গঙ্গো🧸পাধ্যায়। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন অভিনেতা। চিকিৎসা চলছিল, তবে শেষরক্ষা হল না। ২২ শে ডিসেম্বর মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই থামল কিংশুকের। না ফেরার দেশে চলে গেলেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের গোবিন্দ সাত্রা!
আড়াই দশক দীর্ঘ অভিনয় জীবনে অজস্র টেলিফিল্ম, মেগা সিরিয়ালে কাজ করেছেন কিংশুক। এদিন কিংশুকের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর দীর্ঘদিনের সহকর্মী কাঞ্চনা মৈত্র। লেখেন, ‘নিজের স্বপ্ন নিয়ে লড়াই করার মতো একজন মানুষ চলে গেল। যেখানে থেকো ভালো থেকো। আমি বিশ্বাস করি༒ তাই বললাম, তোমার পরের জার্নিতে তোমার সব স্বপ্ন পূরণ হোক। শান্তিতে ঘুমিও বলব না, শুধু জানাব যাত্রা শুভ হোক’।
‘আমার দুর্গা’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘গুড্ডি’💦, ‘উমার সংসার’, ‘দেবী চৌধুরাণী’র মতো অজস্র হিট মেগার অংশ থেকেছেন কিংশুক। তবে সিরিয়ালের গণ্ডির মধ্যেই কেবল নিজেকে আটকে রাখেননি। নতুন কিছু করার তাগিদ তাঁর মধ্যে বরাবর ছিল। সেই থেকেই পর♏িচালনায় হাতেখড়ি।
২০২২ সালে ‘দ্য হিউম্যানিটি’ নাম স্বল্প দৈর্ঘ🌊্যের একটি ছবি পরিচালনা করেছিলেন কিংশুক। লিড রোলে অভিনয় করেছিলেন লিটসি দাস ও দেবজিৎ মুখোপাধ্যায়। কিংশুক গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা হিরোজিৎ চট্টো🌠পাধ্যায়, দীপাঞ্জন ভট্টাচার্যরা।
সদ্যই ‘রামপ্রসাদ’ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছিলেন। গত মাসের শেষেই সোশ্যাল মিডিয়ায় সেই ভালোলাগার কথা ফুটিয়ে তুলেছিলেন। জানিয়েছিলেন, ‘অনেক দিন পর কাজে ফিরে । এমন প্রাপ্তি ও ভালো লাগে। সুদূর বেঙ্গালুরু থেকে আমার এক বন্ধু ও তার পরিবার আমার কাজটি দেখার সময়ে। টিভি স্ক্রিন থেকে এই ছবি টি আনন্দে শেয়ার করলো। আমি আপ্লুত।’ ডিসেম্বরের ১৪ তারিখ সোশ্যালে শেষ পোস্ট করেন অভিনেতা। সায়ন ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তারপরꦓ নিস্তব্ধতা। 🙈সব লড়াইয়ের পাঠ সাঙ্গ করে বিদায় নিলেন কিংশুক।