কৌন বনেগা ক্রোড়পতি-১৬ তে হাজির হয়ে সঞ্চালক ൩অমিতাভ বচ্চনের সামনে স্বপ্ন সত্যি হল প্রতিযোগী দীপ্তি সিং-এর। দীপ্তির স্বপ্ন পূরণ করেছেন খোদ বিগ বি অমিতাভ বচ্চন। ভাবছেন🃏 তো কী এমন ঘটেছে?
কৌন বনেগা ক্রোড়পতির সেটে খোদ বিগ বি অমিতাভের হাত ধরে ফিল্মি কায়দায় দৌড়তে দৌড়তে ঢোকেন দীপ্তি সিং। এরপর হটসিটে বসে দীপ্তি বিগ বি-কে বলেন, ‘আমার তো বহু বছরের স্বপ্ন ছিল, যে আমি যখন কেবিসি-তে যাব, তখন আপনি আমার হাত ধরে নিয়ে আসবেনন।' অমিতাভ বচ্চন তখন বলেন, ‘আপন꧑ি তো আমার হাত ধরে দৌড়তে দৌড়তে ঢুকলেন।’ এরপর দুটো গোলাপ সামনে ধরে দীপ্তি বলেন, ’আমি আপনার জন্য কিছু এনেছিলাম।' এরপর গোলাপ বাড়িয়ে দিয়ে দীপ্তি বলেন, ‘একটা গোলাপ আপনি আমাকে দিন, আরেকটা আমি আপনাকে দেব।’
এরপরই বিগ-বি তাঁর এবং জয়া-রেখা অভিনীত 'সিলসিলা'র সেই আইকনিক সায়েরি আবৃতি করে শোনান, ‘হাদসা বান কে কোই খোয়াব বিখর জায়ে তো কেয়া হো, ওয়াক♎্ত জসবাত কো তব দূর নাহি কার সক্তা, দূর হো জানে সে এহসাস নাহি মার সাকতা... ইয়ে মহব্বত হ্যায়। দিলোঁ কা রিশতা... ইয়ে মহব্বত হ্যায় দিলোঁ কা রিশতা আইসা রিসতা জো সারহাদোঁ মে কাভি তহদিল না হো সক্তা.. তু কিসি অর কি রাতন কা হাসিন চান্দ সাহি, মেরে হর রং মে শামিল তু হ্যায়.. তুঝসে রোশন হ্যায় মেরি , তু কিসি ভি রাহ স💜ে গুজারে, মেরি মঞ্জিল তু হ্যায়...’।
অর্থাৎ এর বংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘♔দুর্ঘটনায় যদি স্বপ্ন ভেঙ্গে যায়, সময় আবেগকে বদলাতে পারে না। দূরে গিয়ে অনুভূতি মরে যায় না, এটাই ভালোবাসা-হৃদয়ের সম্পর্ক। এটাই ভালোবাসা, হৃদয়ের সম্পর্ক। এমন সম্পর্ক যা কখনো বদলানো যায় না। সীমানায় তুমি অন্যের রাতের সুন্দর চাঁদ তুমি আমার প্রতিটি রঙে তোমার চেয়েও উজ্জ্বল।’ প্রসঙ্গত 'সিলসিলা' রেখা ও অমিতাভের সঙ্গে একটি দৃশ্যে এই ডায়ালগটি রয়েছে।
আর এই ডায়ালগ বলার সঙ্গে সঙ্গে দীপ্তির দিকে এসে গোলাপ এগিয়ে দেন অমিতাভ। তখন দর্শকরা জোরে জোরে হাততালি দিচ্ছেন। এদিকে পছন্দের তারকা অমিতা൩ভ বচ্চনের কাছ থেকে গোলাপ পেয়ে তখন দীপ্তি আনন্দে আত্মহারা। বলেন, ‘স্যার আমি বলে ঠিক বোঝাতে পারব না, আমার সঙ্𒈔গে ঠিক কী ঘটছে। যা কিছুই ঘটুন না কেন বড়ই অদ্ভুত ঘটছে।’